বিস্তারিত সংবাদ
২০২৫-২৬ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন এসেছে। এবার থেকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ—যেখানে আইন ও আইন ও ভূমি প্রশাসন বিভাগ রয়েছে—সেখানে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১৬০ জন ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছিলাম ইংরেজি বিভাগের মতো আইন অনুষদেও লিখিত পরীক্ষা নেওয়ার। অবশেষে সেই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।”
তিনি আরও জানান, পরীক্ষার পদ্ধতি ও বিস্তারিত নিয়ম শিগগিরই জানানো হবে।
এর আগেও রাবির ইংরেজি বিভাগ লিখিত পরীক্ষা গ্রহণ করে শিক্ষার্থী ভর্তি করে আসছে। বিশ্ববিদ্যালয়ের ঘোষণা অনুযায়ী, এ বছরের ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে—১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) ও ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য)।
এ বছর ভর্তি পরীক্ষায় কোনো সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে—প্রথম শিফট সকাল ১১টা থেকে ১২টা, দ্বিতীয় শিফট বিকাল ৩টা থেকে ৪টা। দেশের ছয় বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
✅ যোগ্যতা
- মানবিক ও বাণিজ্য বিভাগ: পৃথকভাবে ন্যূনতম GPA ৩.০০ সহ মোট GPA ৭.০০
- বিজ্ঞান বিভাগ: পৃথকভাবে ন্যূনতম GPA ৩.৫০ সহ মোট GPA ৮.০০
- ডিপ্লোমা শিক্ষার্থী: GPA ৫.০০ স্কেলে বিবেচনা
- O’ & A’ Level: নির্ধারিত গ্রেডিং শর্ত প্রযোজ্য
✅ ফি
- ‘এ’ ইউনিট: ১,৩২০ টাকা
- ‘বি’ ইউনিট: ১,১০০ টাকা
- ‘সি’ ইউনিট: ১,৩২০ টাকা
(সার্ভিস চার্জসহ)
১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুল উত্তরে কাটা যাবে এক নম্বর; পাশ নম্বর ৪০।
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভর্তির বিজ্ঞপ্তি ও বিস্তারিত জানানো হবে:
➡️ http://admission.ru.ac.bd

আপনার মূল্যবান মতামত দিন: