odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের চাকুরি জাতীয়করণের দাবিতে তোপখানা রোডে বিক্ষোভ

চাকুরি জাতীয়করণের দাবিতে তোপখানা রোডে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ—প্রধান সড়কে মানববন্ধন ও স্লোগান

odhikarpatra | প্রকাশিত: ৩০ October ২০২৫ ১৫:১৭

odhikarpatra
প্রকাশিত: ৩০ October ২০২৫ ১৫:১৭

নিজস্ব প্রতিবেদক:

চাকুরি জাতীয়করণ ও সরকারি স্বীকৃতি প্রদানের দাবিতে রাজধানীর তোপখানা রোডে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট। বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষক-কর্মচারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেন এবং তাদের দাবি তুলে ধরেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের ইবতেদায়ী মাদ্রাসার হাজারও শিক্ষক-কর্মচারী সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। অনেক প্রতিষ্ঠান বহু বছর ধরে শিক্ষা কার্যক্রম চালালেও জাতীয়করণের আওতায় আসেনি। এতে শিক্ষকরা চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন।

শিক্ষক নেতারা আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। বারবার আবেদন ও আন্দোলনের পরও এখনও স্থায়ী কোনো সিদ্ধান্ত হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে ইবতেদায়ী শিক্ষকদের জাতীয়করণ ও এমপিওভুক্তির দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ সময় বিক্ষোভস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এবং যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন।

শিক্ষকরা আশা প্রকাশ করেন, সরকার তাদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে।



আপনার মূল্যবান মতামত দিন: