odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন

odhikarpatra | প্রকাশিত: ২ November ২০২৫ ২৩:৫৪

odhikarpatra
প্রকাশিত: ২ November ২০২৫ ২৩:৫৪

ঢাকা, ২ নভেম্বর ২০২৫:

দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জনে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১ হাজার ২৩০ জন।

নির্বাচন কমিশন-র সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর দুই মাসে নতুনভাবে ভোটার হয়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।

তিনি আরও জানান, পুরুষ ভোটার নারীর তুলনায় প্রায় ১৯ লাখ ৯ হাজার ৬১০ জন বেশি।

আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

যারা ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন এবং নিবন্ধন সম্পন্ন করেছেন, সব ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: