odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

ঘর থেকে আসা দুর্গন্ধে গৃহবধূ সাদিয়ার অর্ধগলিত মরদেহ উদ্ধার

odhikarpatra | প্রকাশিত: ৫ November ২০২৫ ০০:০০

odhikarpatra
প্রকাশিত: ৫ November ২০২৫ ০০:০০

অধিকারপত্র ডেস্ক | বাগেরহাট

বাগেরহাট সদর উপজেলায় একটি ভাড়া বাসা থেকে সাদিয়া (৩০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রনবিজয়পুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাদিয়া চিতলমারী উপজেলার চরবানিয়ারি গ্রামের মোস্তফা শেখের মেয়ে। তিনি দ্বিতীয় স্বামী পারভেজের সাথে রনবিজয়পুর গ্রামে ভাড়া থাকতেন।

বাড়িওয়ালার বর্ণনা

বাড়ির মালিক শহিদুল ইসলাম বলেন,
“সাদিয়ার স্বামী বলেশ্বর পরিবহনে চাকরি করে। কয়েক মাস আগে তারা এখানে ভাড়া নেয়। গত শুক্রবার স্বামী বাসায় এসে চলে যায়। এরপর আর কাউকে দেখা যায়নি। রাতে ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হওয়ায় পুলিশকে খবর দিই।”

তিনি জানান, পুলিশ এসে ঘরের ভেতর খাটের ওপর চিৎ হয়ে থাকা সাদিয়ার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

পুলিশের বক্তব্য

বাগেরহাট সদর থানার ওসি মো. মাহমুদ উল হাসান বলেন,
“দুর্গন্ধের খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা খতিয়ে দেখা হচ্ছে। দরজাটি ভিতর থেকে চাপানো অবস্থায় পাওয়া যায়।”

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয়দের মতে, সাদিয়া কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন বলে ধারণা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: