odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫
তিন ইসরায়েলি সেনার মরদেহ ফেরত দিল হামাস, নিশ্চিত করল ইসরায়েল!”

তিন ইসরায়েলি সেনার মরদেহ ফেরত দিল হামাস: নিশ্চিত করলো ইসরায়েল

odhikarpatra | প্রকাশিত: ৫ November ২০২৫ ২৩:৩৭

odhikarpatra
প্রকাশিত: ৫ November ২০২৫ ২৩:৩৭

আন্তর্জাতিক ডেস্ক | অধিকারপত্র ডটকম

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৩০

ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) হাতে থাকা তথ্য অনুযায়ী, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস তিনজন ইসরায়েলি সেনার মরদেহ ফেরত দিয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (৫ নভেম্বর) রাতে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF) এক বিবৃতিতে জানায়, গাজা উপত্যকা থেকে উদ্ধার করা মরদেহগুলো ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় নিহত তিন সেনার বলে শনাক্ত করা হয়েছে।

নিহত তিন সেনা হলেন—

  • কলোনেল আসাফ হামামি,
  • ক্যাপ্টেন ওমর নেউটরা (আমেরিকান-ইসরায়েলি নাগরিক), এবং
  • স্টাফ সার্জেন্ট ওজ দানিয়েল

আইডিএফ জানায়, এই মরদেহগুলো গাজা অঞ্চলের একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হয় এবং পরে হামাসের মাধ্যমে ইসরায়েলি পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, “আমরা নিশ্চিত হয়েছি যে তিন সেনার মরদেহ আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তারা সবাই হামাসের হামলায় নিহত হয়েছিলেন।”

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেই মরদেহগুলো ফেরত দেওয়া হয়েছে। এই চুক্তি মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর।

বিশ্লেষকরা বলছেন, এটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় প্রক্রিয়ার একটি “মানবিক অগ্রগতি”। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো বেশ কয়েকজন সেনা ও বেসামরিক নাগরিকের মরদেহ হামাসের হাতে রয়েছে।


 



আপনার মূল্যবান মতামত দিন: