odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫
আল-ওবাইদে স্কুলের কাছে গাড়ি লক্ষ্য করে হামলা; ওসিএইচএ বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাল

সুদানের কর্দোফানে জানাজার ওপর হামলা: নিহত অন্তত ৪০, মানবিক সংকট ঘনীভূত — জাতিসংঘে ধিক্কার!

odhikarpatra | প্রকাশিত: ৫ November ২০২৫ ২৩:৪৯

odhikarpatra
প্রকাশিত: ৫ November ২০২৫ ২৩:৪৯

ঢাকা, ৫ নভেম্বর ২০২৫: সুদানের কর্দোফান অঞ্চলের প্রধান শহর আল-ওবাইদে জানাজার ওপর চালানো এক হামলায় অন্তত ৪০ জন নিহত ও বহু আহত হয়েছেন, জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় সংস্থা (OCHA)। এ ঘটনার দিনক্ষণ বা হামলার পিছনের বাস্তবপ্ররোচক কারা— তা সংস্থা নির্দিষ্টভাবে জানায়নি।

পোর্ট সুদান থেকে প্রাপ্ত প্রতিবেদনে বলা হয়েছে, বুর্জ রেহালে স্কুল সংলগ্ন এক রাস্তায় গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হলে ঘটনাস্থলে শিক্ষার্থীদের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বিস্তৃত সাম্প্রতিক সহিংসতায় কর্দোফানের নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে।

সুদানের দীর্ঘমেয়াদি গৃহযুদ্ধে ২০২৩ সাল থেকে লক্ষাধিক লোকও নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) ও কেন্দ্রীয় সেনাবাহিনীর মধ্যে সংঘাত নতুন-নতুন এলাকায় ছড়িয়ে পড়ায় মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। সম্প্রতি আরএসএফ পশ্চিম দারফুরের গুরুত্বপূর্ণ এলাকায়ও সক্রিয় বলে জানানো হয়েছে।

মানবিক সংস্থাগুলো মানবিক আইন ও বেসামরিকদের সুরক্ষার জোরালো আহ্বান জানিয়েছেন। ওসিএইচএ জানিয়েছে, সকল পক্ষকে অভিযান বন্ধ করে বেসামরিক জনগণকে নিরাপদ রাখা জরুরি।

চিকিৎসা প্রদানকারী সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (MSF) জানিয়েছে, গত বসন্তে আরএসএফ-এর হামলার পর তাওইলার শিবিরে তাদের হিসেবে তিনশ’রও বেশি নারী যৌন সহিংসতার শিকারদের চিকিৎসা নিয়েছেন। পাশাপাশি বাস্তুচ্যুতদের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়েছে—তাওইলা অঞ্চলে প্রচুর মানুষ আশ্রয়কেন্দ্রে বসবাস করছে।

এক ফোরামে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও সবাইকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলছেন, “এ সহিংসতা এখনই বন্ধ করতে হবে।” আন্তর্জাতিক পর্যায়েও শান্তিচুক্তি বাস্তবায়নের জন্য মিশর, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন মধ্যস্থতাকারী দেশের উদ্যোগ চলছে। তবে ময়দানেই স্থায়ী সহিংসতা অব্যাহত থাকায় চলমান মানবিক দুর্দশা বাড়ছে।

জাতিসংঘের অdnা অনুযায়ী সুদানের কর্দোফানে আল-ওবাইদে জানাজার ওপর হামলায় অন্তত ৪০ জন নিহত এবং বহু আহত হয়েছেন। ওসিএইচএ বেসামরিকদের সুরক্ষা ও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: