যশোর, ৬ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার)
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের দিনই গণভোট হবে, এর আগে নয়। দ্রুত নির্বাচন তফসিল ঘোষণা করে নির্বাচন দিতে হবে। তিনি অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদ পক্ষপাতদুষ্টভাবে কাজ করছে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।
জাতীয় নির্বাচনের দিনই গণভোট হবে, আগে নয়”—যশোরে কঠোর হুঁশিয়ারি মির্জা ফখরুলের
বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানে বিএনপির আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, “বিএনপি ভেসে আসা কোনো রাজনৈতিক দল নয়। এই দলকে খাটো করে দেখবেন না। বিএনপি মাঠে নামলে রাজনৈতিক বাস্তবতা বদলে যাবে।”
তিনি আরও বলেন, “উপদেষ্টা পরিষদ ঐকমত্যের জন্য রাজনৈতিক দলগুলোকে মাত্র সাত দিন সময় দিয়েছে। কিন্তু রাজনৈতিক দল তো হাতের খেলনা নয়। যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়ে কাজ শুরু করা উচিত। দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত বন্ধ করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সাবেক তথ্যবিষয়ক সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভায় মঞ্চে ছিলেন মরহুম তরিকুল ইসলামের সহধর্মিণী বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও তাঁর ছেলে খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের দিনই গণভোট হবে, এর আগে নয়। যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় তিনি বলেন, উপদেষ্টারা পক্ষপাতদুষ্টভাবে কাজ করছেন এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।

আপনার মূল্যবান মতামত দিন: