odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫
চীন কাঁপানো রায়: মিয়ানমারের কুখ্যাত ‘বাই মাফিয়া পরিবারের’ ৫ সদস্যের মৃত্যুদণ্ড

চীনে কুখ্যাত মিয়ানমার মাফিয়া চক্র ‘বাই’ পরিবারের ৫ সদস্যের মৃত্যুদণ্ড

odhikarpatra | প্রকাশিত: ৬ November ২০২৫ ১৮:৫১

odhikarpatra
প্রকাশিত: ৬ November ২০২৫ ১৮:৫১

বেইজিং, ৫ নভেম্বর ২০২৫

 দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে অনলাইন প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে কুখ্যাত মিয়ানমারের ‘বাই পরিবার’ মাফিয়া সিন্ডিকেটের শীর্ষ ৫ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে চীনের একটি আদালত।
চীনের শেনঝেন মধ্যবর্তী গণআদালত (Shenzhen Intermediate People’s Court) বৃহস্পতিবার রায় ঘোষণা করে জানায়, বাই পরিবারের ২১ জন সদস্য ও সহযোগীকে জালিয়াতি, হত্যা, শারীরিক নির্যাতনসহ একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

বিচার ও অভিযোগের বিবরণ:
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বাই পরিবারের কর্তা বাই সুয়োচেং এবং তার ছেলে বাই ইয়িংচ্যাং। এছাড়া ইয়াং লিকিয়াং, হু শিয়াওজিয়াং ও চেন গুয়াংই নামের আরও তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
আরও দুইজনকে স্থগিত মৃত্যুদণ্ড, পাঁচজনকে যাবজ্জীবন এবং নয়জনকে ৩ থেকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বাই পরিবার দীর্ঘদিন ধরে মিয়ানমারের লাউকাইন (Laukkaing) শহরকে ক্যাসিনো ও সাইবার প্রতারণার ঘাঁটিতে রূপ দেয়। পরিবারটি নিজস্ব সশস্ত্র বাহিনী গঠন করে ৪১টি আলাদা কম্পাউন্ডে জালিয়াতি ও মানবপাচারের মাধ্যমে কোটি কোটি ডলারের অপরাধ সাম্রাজ্য গড়ে তোলে।

অপরাধের পরিমাণ ও প্রভাব:
চীনা কর্তৃপক্ষ জানায়, এই অপরাধচক্রের মাধ্যমে প্রায় ২৯ বিলিয়ন ইউয়ান (প্রায় ৪.১ বিলিয়ন মার্কিন ডলার) হাতিয়ে নেওয়া হয়েছে। এসব প্রতারণা ও নির্যাতনের ঘটনায় অন্তত ছয়জন চীনা নাগরিক নিহত হন এবং আরও অনেকে আহত হন।

চীনের বার্তা:
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ডকুমেন্টারিতে তদন্ত কর্মকর্তারা বলেন, “যে-ই হোক, যেখানে থাকুক—চীনা নাগরিকদের বিরুদ্ধে এমন ভয়াবহ অপরাধ করলে কেউই শাস্তি থেকে রেহাই পাবে না।”
এই কঠোর রায়কে চীনের দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে চলমান অনলাইন প্রতারণা দমনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

পটভূমি:
২০২৩ সালে চীন মিয়ানমার কর্তৃপক্ষকে এই পরিবারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপ দেয় এবং পরের বছর বাই সুয়োচেংসহ বেশ কয়েকজন মাফিয়া নেতাকে মিয়ানমার থেকে বেইজিংয়ে হস্তান্তর করা হয়।
গত সেপ্টেম্বরে চীনের আদালত মিয়ানমারের আরেক কুখ্যাত ‘মিং পরিবার’-এর ১১ সদস্যকেও মৃত্যুদণ্ড দেয়।

বিশ্লেষণ:
বেইজিংয়ের এই কঠোর অবস্থান প্রমাণ করে, চীন দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে ছড়িয়ে থাকা সাইবার প্রতারণা ও মানবপাচার নেটওয়ার্ক ধ্বংসে এখন দৃঢ়প্রতিজ্ঞ।


চীনের আদালত দক্ষিণ-পূর্ব এশিয়ার কুখ্যাত মিয়ানমার মাফিয়া ‘বাই পরিবার’-এর ৫ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে। প্রতারণা, হত্যা ও মানবপাচারের অভিযোগে এই রায় চীনের সর্ববৃহৎ সাইবার অপরাধবিরোধী পদক্ষেপগুলোর একটি।



আপনার মূল্যবান মতামত দিন: