odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী দ্রুত মোতায়েনের কথা বললেন ট্রাম্প

odhikarpatra | প্রকাশিত: ৭ November ২০২৫ ১৪:৩৯

odhikarpatra
প্রকাশিত: ৭ November ২০২৫ ১৪:৩৯

 

ঢাকা, ৭ নভেম্বর ২০২৫ : দুই বছরের যুদ্ধে ফুঁসছে সংঘাতক্ষেত্র গাজা। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার বলেছেন, গাজায় খুব শিগগিরই একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হবে।

হোয়াইট হাউসে মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, “এটি খুব শিগগির হতে চলেছে।” । এ সময় তিনি উল্লেখ করেন, “কিছু দেশ রয়েছে যারা হামাসের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে” এবং সেই কারণে তারা এই বাহিনীর অংশ হতে পারে।

সংবাদ সংস্থা এএফপিকে (AFP) নির্দেশ দেওয়া হয় এই তথ্য জানাতে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় বাহিনীর মধ্যে মিশর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীসহ অংশগ্রহণের কথা রয়েছে।

এই শান্তিরক্ষী বাহিনী গাজার উত্তরে সীমানা সুরক্ষিত করার পাশাপাশি ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সঙ্গে সংঘাতের সূত্রপাত হয়। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে অংশীদার দেশগুলোর কাছে একটি খসড়া প্রস্তাব পাঠিয়েছে, যাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন অন্তর্ভুক্ত রয়েছে।

কূটনৈতিক সূত্র বলছে, বেশ কিছু দেশ ইতিমধ্যে অংশগ্রহণে আগ্রহ দেখিয়েছে। তবে তারা সেনা মোতায়েনের পূর্বে নিরাপত্তা পরিষদের অনুমোদনের ওপর জোর দিচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: