odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

জয়বাংলা কনসার্ট আজ

Admin 1 | প্রকাশিত: ৭ March ২০১৭ ২২:০৫

Admin 1
প্রকাশিত: ৭ March ২০১৭ ২২:০৫

আজ মঙ্গলবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয়বাংলা কনসার্ট’। 
 
এ কনসার্টে তরুণ প্রজন্মের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ-এর ভাষণের চেতনা তুলে ধরার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে মুক্তির প্রেরণা জাগানিয়া গানগুলো উপস্থাপন করা হবে।
 
এ সময়ের জনপ্রিয় ব্যান্ড শিল্পীদের কণ্ঠে স্বাধীনবাংলা বেতার কেন্দ্র থেকে সম্প্রচারিত সুজেয় শ্যামের রচিত গানের নতুন সংস্করণ তরুণ সমাজের সামনে উপস্থাপনের লক্ষ্যে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অঙ্গ প্রতিষ্ঠান ইয়ং বাংলা এ কনসার্টের আয়োজন করেছে। 
 
আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কনসার্টে অংশ নিচ্ছে ওয়ারফেজ, চিরকুট, আর্বোভাইরাস, লালন, ক্রিপটিক ফেট, নেমেসিস, শিরোনামহীন এবং শূন্য ব্যান্ডের শিল্পীরা।  
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে গত দু’বছর ধরে এ কনসার্টের আয়োজন করে আসছে ‘ইয়ং বাংলা’। এবারের কনসার্টে ব্যাক স্ক্রিনে থাকবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সাদা-কালো চিত্রের রঙিন প্রতিফলনের রুপায়ন। সিআরআই’র নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস্ এ তথ্য জানিয়েছেন।  
 
‘জয়বাংলা কনসার্ট’বিকেল সাড় ৪টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। আর্মি স্টেডিয়ামের গেট খোলা হবে বেলা ২ টায়।


আপনার মূল্যবান মতামত দিন: