odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

ফ্যাসিবাদী অপশক্তির’ আস্ফালন প্রতিহতে দলগুলোর প্রতি চরমোনাই পীরের আহ্বান

odhikarpatra | প্রকাশিত: ১২ November ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১২ November ২০২৫ ২৩:৫৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে পতিত ফ্যাসিবাদের হিংস্র রূপ আবারও প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

সব রাজনৈতিক দলের প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, *“আসুন, অপশক্তির যেকোনো আস্ফালনকে শক্তভাবে প্রতিহত করি।”*

আজ বুধবার এক বিবৃতিতে এ আহ্বান জানান চরমোনাই পীর। তাঁর পক্ষে বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

মুফতি রেজাউল করীম বলেন, “অগ্নিসন্ত্রাস, চোরাগুপ্তা হামলা, ককটেল বিস্ফোরণসহ নানা উপায়ে ভয়ংকর দানবতুল্য অপশক্তি আবারও মাথাচাড়া দিয়েছে। এই শক্তিকে প্রতিহত করতেই হবে। সে জন্য জনপ্রশাসনের পাশাপাশি সব রাজনৈতিক শক্তিকেও ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করতে হবে।”

তিনি আরও বলেন, “পতিত ফ্যাসিস্টরা তাদের অতীত অপরাধের জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেনি। এখন তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে, তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বিদেশে বসে দেশে সন্ত্রাস উসকে দিচ্ছে। এদের কাছে দেশ বা জনগণ নয়, বরং দলীয় স্বার্থই প্রধান।”

পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, “এসব বাহিনীর মধ্যেও পতিত অপশক্তির কেউ ঘাপটি মেরে থাকতে পারে, সে বিষয়েও সজাগ থাকতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও এলাকাভিত্তিক সতর্কতা অবলম্বন করতে হবে।”

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি বা গণভোটের সময় নিয়ে মতভিন্নতা থাকতে পারে, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবার ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।”

 



আপনার মূল্যবান মতামত দিন: