বিনোদন ডেস্ক | অধিকারপত্র ডটকম | প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) শুধুমাত্র সিনেমার উৎসব নয়—এটি মানুষের চিন্তা, অনুভূতি ও সৃজনশীলতার এক অনন্য উদযাপন। সংস্কৃতির রাজধানী কলকাতা বরাবরই বিশ্বজুড়ে সৃষ্টিশীলতার আলোকবর্তিকা হিসেবে পরিচিত, আর এই উৎসব সেই ঐতিহ্যকে আরও গৌরবান্বিত করছে।
আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে গভীর গর্ব ও আবেগে আপ্লুত হয়েছি। অনুষ্ঠানে ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন: ইনোভেশন ইন মুভিং ইমেজেস’ বিভাগে সেরা পরিচালক ও সেরা চলচ্চিত্রের জন্য গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড প্রদান করার সৌভাগ্য হয়েছে আমার।
এই মহান আয়োজনের সাফল্যের পেছনে যারা নিরলস পরিশ্রম করেছেন—বিচারকমণ্ডলী, বিদেশি অতিথি, চলচ্চিত্র নির্মাতা ও উৎসবের সঙ্গে যুক্ত প্রতিটি সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
সকল বিজয়ী এবং অংশগ্রহণকারী শিল্পীদের প্রতি রইল উষ্ণ অভিনন্দন। তাঁদের সৃষ্টিই এই উৎসবকে করেছে বৈশ্বিক চলচ্চিত্র উদযাপনের মঞ্চ।
এই উৎসব শুধু তাদের নয়—তাদের সবার, যারা বিশ্বাস করেন শিল্পের পরিবর্তনশীল শক্তিতে।
সিনেমার আলো যেন আমাদের হৃদয়ে চিরকাল জ্বলতে থাকে।
ছবির ক্যাপশন:
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অতিথি। ছবি: সংগৃহীত
SEO কীওয়ার্ডস:
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, KIFF 2025, গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড, সেরা পরিচালক, সেরা চলচ্চিত্র, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, সিনেমা উদযাপন, ভারতীয় চলচ্চিত্র

আপনার মূল্যবান মতামত দিন: