নিজস্ব প্রতিবেদক | ঢাকা | প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, রাত ৯:২৬
দেশব্যাপী চলমান নাশকতা ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা–৮ আসনের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা ফয়সাল আহমদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, এবং মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনীসহ শতাধিক নেতাকর্মী।
পল্টন ও প্রেসক্লাব এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগ আগের মতোই নাশকতা, হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করছে। তারা দেশের স্বাধীনতা, ইসলাম ও জনগণের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। বিদেশে পালিয়ে থাকা ফ্যাসিবাদী গোষ্ঠী এখনো দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত।”
একই দাবিতে যুব মজলিসের ঢাকা মহানগর উত্তর, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ফেনী, নোয়াখালী, কক্সবাজার, হবিগঞ্জ, মৌলভীবাজার ও বগুড়ায়ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আপনার মূল্যবান মতামত দিন: