ঢাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সাউন্ডবাংলা–গ্লোবাল এডুকেশন হাব–সিডনি মেধাবী বাংলা শিক্ষা সম্মাননা ২০২৫। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যেই বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দৈনিক জনতার সংবাদ-এর সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী। জাতীয় শিক্ষাধারার আহবায়ক শান্তা ফারজানা সভাপতিত্ব করেন অনুষ্ঠানে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
- দৈনিক সংবাদ দিগন্তর সম্পাদক ও প্রকাশক এবিএম মনিরুজ্জামান,
- যুগ্ম সচিব খায়রুল হাসান,
- দি ইউনিভার্সিটি অব কুমিল্লার স্কুল অব বিজনেস স্টাডিজের ডীন অধ্যাপক শেখ মাহমুদ আলম,
- গ্লোবাল এডুকেশন হাব সিডনির সিইও বেলাল হোসেন ঢালী,
- অধ্যক্ষ আমির হোসেন,
- ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান,
- এস এ মান্নান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম অহিদ,
- রূপনগর স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এএসএম তুহিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও কলামিস্ট মোমিন মেহেদী। প্রধান আলোচক ছিলেন সেভ দ্য রোড ও সাউন্ডবাংলা সবার স্কুল-এর উপদেষ্টা, কবি সাইফুল ইসলাম চৌধুরী।
এ সময় কবিতা পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন কবি আবদুল মান্নান, ডা. নূরজাহান নীরা, সোনিয়া দেওয়ান প্রীতি, ওয়াজেদ রানা, উজ্জ্বল গোমেজ, জাতীয় শিক্ষাধারার সদস্য মিশরাত জাহান পাথার।
বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় শতাধিক শিক্ষার্থীকে ‘শিক্ষা সম্মাননা’ প্রদান করা হয়। এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘শিক্ষাবন্ধু’ সম্মাননায় ভূষিত করা হয় কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, “নতুন প্রজন্মের মেধাবীদের সঠিক স্বীকৃতি দিতে সাউন্ডবাংলা ও গ্লোবাল এডুকেশন হাব–সিডনির এই উদ্যোগ প্রশংসনীয়। এমন আয়োজন তরুণ সমাজকে আরও অনুপ্রাণিত করবে এবং আলোকিত বাংলাদেশ নির্মাণে সহায়ক ভূমিকা রাখবে।”
অনুষ্ঠান বাস্তবায়নে সহায়তায় ছিল জাতীয় শিক্ষাধারা, দৈনিক পূর্বাভাস ও স্বপ্নালোক।

আপনার মূল্যবান মতামত দিন: