নিউজ ডেস্ক
নাৎসি জার্মানি স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের রক্ত বলে দাবি করা এক টুকরো কাপড় থেকে উদ্ধার করা ডিএনএ বিশ্লেষণ ঘিরে তীব্র আলোচনার জন্ম দিয়েছে নতুন একটি ব্রিটিশ প্রামাণ্যচিত্র। গবেষকরা বলছেন এই ডিএনএ নমুনায় এমন একটি জিনগত মিউটেশন পাওয়া গেছে যা হিটলারের শরীরে ক্যালম্যান সিনড্রোম এক ধরনের বিরল হরমোনজনিত জন্মগত সমস্যা থাকার ইঙ্গিত দেয়। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথের জেনেটিসিস্ট টুরি কিং যিনি কিং রিচার্ড তৃতীয়ের দেহাবশেষ শনাক্তের মাধ্যমে পরিচিত নেতৃত্ব দিয়েছেন এই গবেষণায়। চার বছরেরও বেশি সময় ধরে চালানো এই গবেষণায় দাবি করা হয়েছে হিটলারের বাঙ্কারের রক্ত লেগে থাকা একটি সোফার কাপড়ের টুকরোর ডিএনএ পর্যালোচনা করে তা তাঁর পরিবারের এক পুরুষ আত্মীয়ের ডিএনএর সঙ্গে মিল পাওয়া গেছে। গবেষকদের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দাবি হিটলারের জিনে PROK2 নামের একটি মিউটেশন পাওয়া গেছে যা ক্যালম্যান সিনড্রোম বা কনজেনাইটাল হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম এর সঙ্গে সম্পর্কিত। এই অবস্থায় কিশোর বয়সে হরমোনের ঘাটতি দেখা দেয়। দেরিতে বয়ঃসন্ধি শুরু হতে পারে এবং অনেকে আাংশিকভাবে বয়ঃসন্ধিতে প্রবেশ করে। টুরি কিং বলেন, এগুলো সাধারণত কম টেস্টোস্টেরন স্তর দ্বারা চিহ্নিত। অনেকে বয়ঃসন্ধি পার করেন না কিংবা আংশিকভাবে করেন। পাঁচ শতাংশ ক্ষেত্রে মাইক্রোপেনিস দেখা দেয়।
ইতিহাসবিদদের মতে হিটলারের ১৯২৩ সালের বিয়ার হল পুটশ ব্যর্থ হওয়ার পর কারাবাসকালে প্রস্তুত চিকিৎসা নথিতেও তাঁর ডান দিকের অণ্ডকোষ অবতরণ না–করার (cryptorchidism) উল্লেখ ছিল। যা নতুন অনুসন্ধান সেই তথ্যের সঙ্গে সামঞ্জস্য রাখে। হিটলার ইহুদি বংশোদ্ভূত ছিলেন এই বহু পুরোনো গুজব নিয়েও বিশ্লেষণ চালান গবেষকেরা। গবেষণা অনুসারে তাঁর Y chromosome তাঁর পুরুষ বংশধর আত্মীয়ের সঙ্গে মিলে গেছে। ফলে পিতৃসূত্রে ইহুদি বংশধারার দাবি সম্ভব নয় বলে জানিয়েছেন গবেষকরা। ড্যানিশ গবেষকদের সহায়তায় তৈরি করা polygenic risk score এ দেখা গেছে হিটলারের জিনগত কাঠামোতে স্কিজোফ্রেনিয়া, ADHD ও অটিজমের ঝুঁকি ৯৯% ডেনিশ নাগরিকের চেয়ে বেশি। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন এটি কোনও সুনির্দিষ্ট রোগনির্ণয় নয় শুধু সম্ভাব্য ঝুঁকি নির্দেশ করে। ডেনমার্কের আরহুস ইউনিভার্সিটির অধ্যাপক দিত্তে ডেমনটিস বলেন, এই স্কোর কখনোই কারও আচরণ বা ভবিষ্যৎ সিদ্ধান্ত ব্যাখ্যা করতে পারে না। এটি শুধু গবেষণার একটি টুল। গুরুত্বপূর্ণ প্রশ্ন এই গবেষণা এখনও বিজ্ঞানী সমাজে পর্যালোচিত হয়নি কোনও জার্নালে প্রকাশও হয়নি। ফলে গবেষণার প্রকৃত গুণমান ও বিশ্লেষণের পদ্ধতি যাচাই করা কঠিন। ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটের জেনেটিসিস্ট পন্টুস স্কগলুন্ড মনে করেন এ ধরনের গবেষণার বৈজ্ঞানিক মূল্য যেমন আছে তেমনি রোগ বা অবস্থাকে অযথা কলঙ্কিত করার ঝুঁকিও রয়েছে। অন্যদিকে বায়োআর্কিওলজিস্ট টম বুথ বলেন, “হিটলার ইতিহাসে সবচেয়ে বেশি গবেষিত ব্যক্তিদের একজন। তাই নতুন ডিএনএ বিশ্লেষণ তাঁর চরিত্র বোঝার ক্ষেত্রে কতটা নতুন তথ্য যোগ করছে সে নিয়েও প্রশ্ন থাকছে। গবেষক টুরি কিং জোর দিয়ে বলেন হিটলারের জেনেটিক্স বৈশ্বিক ইতিহাসের ভয়াবহ সিদ্ধান্তগুলো ব্যাখ্যা করে না। কারণ তিনি একা ছিলেন না, হাজারো মানুষ তাঁর সহযাত্রী ছিল। জিনগত তথ্য শুধু ছোট একটি পাজল পিস। চ্যানেল ৪–এ সম্প্রচারিত Hitler’s DNA: Blueprint of a Dictator প্রামাণ্যচিত্রটি তাই বৈজ্ঞানিক ঐতিহাসিক ও নৈতিক সব ধরনের আলোচনার জন্ম দিয়েছে। গবেষণা সঠিক হলে এটি হবে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ডিএনএ আবিষ্কার আর ভুল হলে বায়োলজিকে ইতিহাসের সঙ্গে যুক্ত করার ঝুঁকির আরেক উদাহরণ।
-মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: