odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

প্রধান উপদেষ্টাকে তিন উপদেষ্টার বিভ্রান্তি! ৮ দলের চড়ে ওঠা দাবি—আলাদা গণভোট, পদচ্যুতি, নিরপেক্ষ নিয়োগ”

odhikarpatra | প্রকাশিত: ১৫ November ২০২৫ ০১:২৩

odhikarpatra
প্রকাশিত: ১৫ November ২০২৫ ০১:২৩

নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে সরকারের তিনজন উপদেষ্টা ‘ভুল তথ্য দিয়ে বিপথে চালিত করছেন’ বলে অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামীসহ আট-দলীয় জোট। শুক্রবার সকালে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনটি দাবি তুলে ধরেন।

তাহের জানান, প্রধান উপদেষ্টার সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। বিশেষ করে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্তকে তিনি ‘অযৌক্তিক ও জনগণকে বিভ্রান্তিকর’ বলে আখ্যা দেন।

তিনি বলেন,
“সরকারে কিছু উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল পথে নিয়ে যাচ্ছেন। এই তিনজনের অপসারণ ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।”
তবে তিনি সংবাদ সম্মেলনে ওই উপদেষ্টাদের নাম প্রকাশ করেননি, কিন্তু “প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে নাম পাঠানো হবে” বলে জানান।

আট দলের তিন দফা দাবি

১. জাতীয় নির্বাচন থেকে পৃথকভাবে গণভোটের তারিখ দ্রুত ঘোষণা করতে হবে।
২. প্রধান উপদেষ্টাকে ভুল পথে চালিত করা তিন উপদেষ্টাকে অপসারণ করতে হবে।
৩. প্রশাসনে কেবল নিরপেক্ষ, সৎ ও জবাবদিহিমূলক ব্যক্তিদের নিয়োগ দিতে হবে।

তাহের বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে হলে গণভোটের গুরুত্ব ক্ষুণ্ন হবে এবং সংস্কার প্রশ্নে বিভ্রান্তি তৈরি হবে।

তিনি অভিযোগ করেন, প্রধান উপদেষ্টার ভাষণে বিভিন্ন জায়গায় বিএনপির দাবির প্রতিফলন দেখা গেছে, যা ‘নির্বাচনকে পক্ষপাতদুষ্ট অবস্থায় নিয়ে যেতে পারে’। ঐকমত্য কমিশনের সুপারিশেও ‘অযথা কাটছাঁট’ করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুত আট দল

জামায়াত নেতা জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের জন্য আট দল প্রস্তুত রয়েছে। তবে সরকারের আচরণে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’-এর কোনো ইঙ্গিত না থাকায় তারা আশঙ্কায় আছেন।

তাহেরের অভিযোগ—
“সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে প্রশাসনকে প্রভাবিত করছেন। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনগণের আস্থা নষ্ট হচ্ছে।”



আপনার মূল্যবান মতামত দিন: