odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫
জলবায়ু ন্যায়বিচারের বিশ্ব সংগ্রাম দিবসে ঢাকায় কৃষক-শ্রমিক-নারীর একত্র সমাবেশ

ঢাকায় ২২ সংগঠনের বিক্ষোভ: জলবায়ু ন্যায়বিচার চাই—‘মুনাফা নয়, জনগণ’ স্লোগানে উত্তাল প্রেসক্লাব চত্বর

odhikarpatra | প্রকাশিত: ১৬ November ২০২৫ ১৮:২১

odhikarpatra
প্রকাশিত: ১৬ November ২০২৫ ১৮:২১

১৫ নভেম্বর ২০২৫, শুক্রবার—জলবায়ু ন্যায়বিচারের জন্য বিশ্ব সংগ্রাম দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হলো ২২টি সংগঠনের এক যৌথ সমাবেশ ও মিছিল। বাংলাদেশ কৃষক ফেডারেশন (বিকেএফ) আয়োজিত এই কর্মসূচিতে কৃষক, শ্রমিক, নারী, আদিবাসী ও পরিবেশকর্মীদের শক্তিশালী উপস্থিতি চোখে পড়ে। সমাবেশে সভাপতিত্ব করেন বিকেএফ সভাপতি কমরেড বদরুল আলম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান। বক্তৃতায় অংশ নেন ওয়াটার কিপার্স বাংলাদেশের নেতা ইকবাল ফারুক, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ. এ. এম. ফয়েজ হোসেন, বাংলাদেশ আদিবাসী সমিতির সভানেত্রী অমলি কিসকু, নারী শ্রমিক নেত্রী শামীম আরা, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি লাভলী ইয়াসমীনসহ আরও অনেক নেতা। **বক্তারা যা বলেন** বক্তারা দাবি করেন—বাংলাদেশসহ বিশ্ব আজ জলবায়ু বিপর্যয়ের চরম হুমকির মুখে। উত্তর মেরুর বরফ গলছে, দক্ষিণাঞ্চলে খরা বাড়ছে, খাদ্য সংকট ও জীবনসংকট প্রকট হচ্ছে। বাংলাদেশের বাস্তব চিত্র হিসেবে তারা উল্লেখ করেন— * নদী দূষণ ও নদীভাঙন * শিল্পবর্জ্য ও কৃষিজমি দখল * বন উজাড় * নিরাপদ পানির সংকট * ঘনঘন ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস তাদের মতে, কর্পোরেট লোভ, কয়লা-গ্যাসনির্ভর জ্বালানি নীতি এবং প্রকৃতি ধ্বংসকারী প্রকল্পগুলোই এসব বিপর্যয়ের মূল কারণ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক, শ্রমিক, নারী, শিশু, আদিবাসী, জেলে ও উপকূলবাসীরা। **বাংলাদেশের জাতীয় দাবি** সমাবেশে ৬ দফা জাতীয় দাবি ঘোষণা করা হয়— 1️⃣ ভূমি ও কৃষি সংস্কার—কৃষিজমি দখল বন্ধ ও ক্ষুদ্র কৃষকদের সুরক্ষা 2️⃣ জৈবিক কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব 3️⃣ সবার জন্য ন্যায়সঙ্গত শহর—বাসস্থান, পানি, স্যানিটেশন ও পরিবহন অধিকার 4️⃣ সুন্দরবন, নদী, উপকূল ও কৃষিজমি ধ্বংসকারী প্রকল্প বন্ধ 5️⃣ ফসিল ফুয়েল শোষণ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি বিস্তার 6️⃣ কর্পোরেশন ও রাষ্ট্রের পরিবেশগত অপরাধে জবাবদিহি নিশ্চিত করা **বৈশ্বিক জলবায়ু ন্যায়ের দাবি** * উন্নত দেশগুলোর **কার্বন ঋণ পরিশোধ** * যুদ্ধ-বিনিয়োগ ও সম্পদ লুণ্ঠন বন্ধ * বহুজাতিক কোম্পানির **কর ফাঁকি রোধ** * খাদ্য-পানি-জ্বালানির সার্বভৌমত্বে বিশ্বব্যাপী ন্যায়নীতির দাবি **মূল স্লোগান** **“মুনাফা নয়—জনগণ; কর্পোরেশন নয়—প্রকৃতি”** বক্তারা জোরালোভাবে ঘোষণা করেন—নদী, বন, কৃষিজমি ও উপকূল রক্ষা এবং মানুষের মর্যাদাপূর্ণ জীবনের জন্য আন্দোলন অব্যাহত থাকবে। ---


আপনার মূল্যবান মতামত দিন: