বরিশাল, ১৬ নভেম্বর ২০২৫:
আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সব আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।
রোববার বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন—
“দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন মোটামুটি সন্তোষজনক”
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়া শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না—
এতে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং জনগণের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও যোগ করেন—
“জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কাউকে কোনো কিছু থামিয়ে রাখা সম্ভব হবে না। আর এখন দেশের সবাই নির্বাচনমুখী।”
স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন সুষ্ঠু করতে সব পক্ষের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন
- ডিআইজি মনজুর মোরশেদ আলম
- বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম
- পুলিশ সুপার শরিফ উদ্দিন
- প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা
বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা, সমন্বয় এবং মাঠ পর্যায়ের প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: