odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

সিইসি এ এম এম নাসির উদ্দিনের মন্তব্য: প্রবাসী ভোট ও নতুন উদ্যোগে বাংলাদেশের চ্যালেঞ্জ

odhikarpatra | প্রকাশিত: ১৬ November ২০২৫ ১৮:৫২

odhikarpatra
প্রকাশিত: ১৬ November ২০২৫ ১৮:৫২

১৬ নভেম্বর ২০২৫, ঢাকা—প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিংয়ের মতো জটিল বিষয়গুলো চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বাংলাদেশ। রোববার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সেমিনার কক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি বলেন, “এটি অত্যন্ত জটিল বিষয়। অতীতে কেউ এখানে হাত দেয়নি। তবে বাংলাদেশ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রথমবারের মতো এটি বাস্তবায়ন করতে যাচ্ছে।” **নির্বাচনের প্রস্তুতি ও নতুন উদ্যোগ** * প্রবাসী ভোটারদের ভোট প্রদান ব্যবস্থা নিশ্চিত করা হবে। * সরকারি কর্মকর্তা, সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভোটের জন্য বিশেষ ব্যবস্থা। * কারাগারে থাকা মানুষদেরও ভোটাধিকার নিশ্চিত করা। * ভোটার তালিকা হালনাগাদে ৭৭ হাজার কর্মী মাঠে দায়িত্ব পালন ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন। * ভোটগ্রহণের দিন প্রায় ১০ লক্ষ দায়িত্বশীল লোক দায়িত্বে থাকবেন। **রাজনৈতিক অংশীদার ও সংলাপ** * কমিশন ৮০টিরও বেশি সংলাপ ও বৈঠক করেছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। * সংলাপে উপস্থিত দলগুলো: গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বিএসপি ও বিএনপি। * আগামী দুপুরে আরও ৬টি দলের প্রতিনিধির সঙ্গে সংলাপ হবে। সিইসি বলেন, “নির্বাচন পরিচালনা একা কমিশনের পক্ষে সম্ভব নয়। রাজনৈতিক ও জাতীয় নেতাদের সহযোগিতা, ভোটারদের কেন্দ্রমুখী করা এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”


আপনার মূল্যবান মতামত দিন: