odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

হারমারের স্পিন জাদুতে ভারত ঘরের মাঠে হেরে গেল দক্ষিণ আফ্রিকার কাছে, ১৫ বছর পর প্রোটিয়াদের জয়

odhikarpatra | প্রকাশিত: ১৬ November ২০২৫ ১৯:২৩

odhikarpatra
প্রকাশিত: ১৬ November ২০২৫ ১৯:২৩

কলকাতা, ১৬ নভেম্বর ২০২৫: স্পিনার *সাইমন হারমার* ৮ উইকেটের জাদুতে ভারত ঘরের মাঠে তিন দিনের মধ্যে দক্ষিণ আফ্রিকার কাছে **৩০ রানে হেরে গেল*। এই ফলাফলের ফলে দুই ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা এগিয়ে গেল ১-০ ব্যবধানে। ভারত ১৫ বছর পর *ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে পরাজিত*হলো। শেষবার ২০১০ সালের ফেব্রুয়ারিতে নাগপুর টেস্টে দক্ষিণ আফ্রিকা জয়ী হয়েছিল। **ভারতের বিপর্যয় শুরু অধিনায়ক গিলের অনুপস্থিতিতে** ঘাড়ের ইনজুরির কারণে **শুভমান গিল** ম্যাচ থেকে ছিটকে যান। এ কারণে ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ইনিংস **৯৩ রানে শেষ** হয়। **হারমারের দাপট** * প্রথম ইনিংসে ৪ উইকেট (৩০ রানে) * দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট * রিশাভ পান্তকে মাত্র ২ রানে **কট এন্ড বোল্ড** **মহারাজ ও জানসেনের অবদান** বাঁ-হাতি স্পিনার **কেশব মহারাজ** পরপর দুই বলে আক্সার প্যাটেল ও মোহাম্মদ সিরাজকে আউট করে ভারতের ইনিংস শেষ করেন। পেসার **মার্কো জানসেন** দুই ওপেনারকে দ্রুত আউট করেন, যা ভারতীয় ব্যাটিংকে চাপে ফেলে। **দক্ষিণ আফ্রিকার প্রতিরোধ** অধিনায়ক **টেম্বা বাভুমা** দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫৫ রান করেন। লো স্কোরিং ম্যাচে বাভুমা **১২২ বল খেলে হাফ সেঞ্চুরি** পূর্ণ করেন এবং আগের দিনের অপরাজিত করবিন বশের সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে দলকে কিছুটা রক্ষা করেন। **ভারতীয় ব্যাটসম্যানদের অবস্থা** * মোহাম্মদ সিরাজ ৭ রানে হারমারকে বোল্ড করেন * মহারাজকে এলবিডব্লিউ ফাঁদে ফেলেন * রবিন্দ্র জাদেজা ৫০ রানে ৪ উইকেট নেন * ওয়াশিংটন সুন্দর ৩১ রান করেন, কিন্তু সঙ্গী না পেয়ে টিমকে সামলাতে ব্যর্থ হন **ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ** * দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে: ১৫৯ রান * ভারতের প্রথম ইনিংস: ১৮৯ রান * ভারতের দ্বিতীয় ইনিংস: ৯৩ রানে অলআউট * ফলাফল: দক্ষিণ আফ্রিকা ৩০ রানে জয়ী পরবর্তী ম্যাচ শুরু হবে শনিবার **গৌহাটিতে দ্বিতীয় টেস্টে**। --- , সাইমন হারমার ৮ উইকেট, কলকাতা টেস্ট ২০২৫, টেম্বা বাভুমা, ভারত ঘরের মাঠে হেরে, ইডেন গার্ডেন ক্রিকেট ভারতীয় ক্রিকেট নিউজ -


আপনার মূল্যবান মতামত দিন: