odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

দিনাজপুরে নারী ফুটবলের নতুন আশা: নওশিন প্রমিলা একাডেমিতে অনূর্ধ্ব-১৩ থেকে জাতীয় দলে খেলোয়াড় তৈরির প্রস্তুতি

odhikarpatra | প্রকাশিত: ১৬ November ২০২৫ ১৯:৩৮

odhikarpatra
প্রকাশিত: ১৬ November ২০২৫ ১৯:৩৮

দিনাজপুর, ১৬ নভেম্বর ২০২৫: দিনাজপুর শহরে **নওশিন প্রমিলা ফুটবল একাডেমি** নারীদের ফুটবলে অবদান রাখতে উদ্ভাবনী উদ্যোগ নিয়েছে। অনূর্ধ্ব-১৩ থেকে ১৭ বছর বয়সী মেয়েরা **দিনাজপুর শহরের বড় মাঠে নিয়মিত ফুটবল প্রশিক্ষণে** অংশ নিচ্ছে। **প্রশিক্ষণ ও সুযোগ** * কোচ **নুর ইসলাম** পরিচালিত একাডেমি থেকে ইতোমধ্যেই **জাতীয় দলেও খেলোয়াড়রা সুযোগ পেয়েছে**। * প্রতিদিন সকালে ঘুমে থাকা অন্যদের মাঝে অনুশীলনে হাজির হয় **তন্বী, তনিমা, জয়ন্তী, কাকলীসহ ২৫ জন খুদে নারী ফুটবলার**। * দুই কিলোমিটার সাইকেল চালিয়ে মাঠে আসা জোরালো অনুশীলন করে তারা, যা তাদের **আত্মনির্ভর ও প্রতিযোগিতামূলক মনোভাব** গড়ে তুলছে। **খেলোয়াড়দের গল্প** জয়ন্তী** ঈদগাহ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। টানা তিন বছর সপ্তাহে ছয় দিন অনুশীলন করছেন। * **তারামনি**, চেহেলগাজী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী, দুই বছর ধরে রংপুরের যুব সংঘের হয়ে **ঢাকার নারী লিগে খেলে সকলের নজর কাড়েছেন**। * **সাগরিকা**, জাতীয় দলের গোলরক্ষক, স্নাতকে পড়াশোনা করছেন। কৃষক বাবার ৬ সন্তানের মধ্যে একমাত্র মেয়ে। একাডেমির কার্যক্রম ও চ্যালেঞ্জ** * একাডেমিতে বর্তমানে **৩৫ জন নারী খেলোয়াড়** রয়েছে। * সবাই **ঢাকা লিগ ও অনূর্ধ্ব-১৪ জাতীয় দলে** খেলার সুযোগ পাচ্ছে। * খেলোয়াড়দের অধিকাংশই **দারিদ্রতার সঙ্গে লড়াই করে** ফুটবল খেলে। * কোচ নুর ইসলাম ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেন এবং **পারিশ্রমিক নেন না**। সরকারি ও স্থানীয় সহযোগিতা** * জেলা প্রশাসক **মোঃ রফিকুল ইসলাম** জানিয়েছেন, নতুন এ্যাডহক কমিটি গঠনের মাধ্যমে **ছেলে-মেয়েদের খেলাধুলায় মনোযোগী করতে সহযোগিতা** করা হবে। * সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে **দিনাজপুর থেকে আরও প্রতিভাবান নারী ফুটবলার** জাতীয় ও আন্তর্জাতিক স্তরে যেতে পারবে। নওশিন প্রমিলা ফুটবল একাডেমি শুধু ফুটবল শেখাচ্ছে না, **নারী খেলোয়াড়দের আত্মনির্ভর ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলছে**। জেলা প্রশাসন ও সমাজের সহযোগিতায় দিনাজপুর হতে পারে **নারী ফুটবলের নতুন প্রতিভার হাব**। জাতীয় নারী ফুটবল, দিনাজপুর ক্রীড়া সংবাদ, নারী ফুটবলের উন্নয়ন


আপনার মূল্যবান মতামত দিন: