odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

জাপানে আগ্নেয়গিরি সাকুরাজিমার অগ্ন্যুৎপাত: ছাই পড়ার সতর্কতা জারি, জনজীবনে প্রভাব পড়তে পারে

odhikarpatra | প্রকাশিত: ১৬ November ২০২৫ ১৯:৫২

odhikarpatra
প্রকাশিত: ১৬ November ২০২৫ ১৯:৫২

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৫ জাপানের দক্ষিণাঞ্চলে রোববার ভোরে **সক্রিয় আগ্নেয়গিরি সাকুরাজিমার অগ্ন্যুৎপাতর ফলে আকাশে ছাই ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে। জাপান আবহাওয়া সংস্থা *কাগোশিমা ও পার্শ্ববর্তী মিয়াজাকি প্রিফেকচারে ছাই পড়ার সতর্কতা* জারি করেছে। *ঘটনার বিবরণ** * আগ্ন্যুৎপাতের সময় ছাই ও ধোঁয়া **৪,৪০০ মিটার পর্যন্ত আকাশে ছড়িয়ে পড়ে**। * কাগোশিমা প্রিফেকচারের স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, **এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি**। * অগ্ন্যুৎপাত বেশ কয়েকবার অব্যাহত থাকায় জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। **নিরাপত্তা ও সতর্কতা** * আবহাওয়া সংস্থা জানিয়েছে, ছাই থেকে রক্ষা পাওয়ার জন্য **ছাতা বা মুখোশ ব্যবহার** এবং **ধীরে গাড়ি চালানোর** পরামর্শ। * পরিস্থিতি অনুযায়ী তিন স্তরের সতর্কতা অপরিবর্তিত রাখা হয়েছে। * পাহাড় এলাকায় জনসাধারণের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে, যাতে **সুরক্ষা বজায় থাকে**। , সাকুরাজিমা অগ্ন্যুৎপাত, জাপানে ছাই পড়া, কাগোশিমা সতর্কতা, মিয়াজাকি প্রিফেকচারের খবর, জাপান আবহাওয়া সতর্কতা


আপনার মূল্যবান মতামত দিন: