odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
ঢাকায় বিদেশি অস্ত্রসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার! রায়কে ঘিরে রাজধানীতে টেনশন চরমে”

ঢাকায় বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ‘নিষিদ্ধ’ ছাত্রলীগ নেতা! রায় ঘোষণার আগেই রাজধানীতে কড়া নিরাপত্তা

odhikarpatra | প্রকাশিত: ১৬ November ২০২৫ ২৩:৫২

odhikarpatra
প্রকাশিত: ১৬ November ২০২৫ ২৩:৫২

অধিকার পত্র ডেস্ক | ঢাকা | ১৬ নভেম্বর ২০২৫

রাজধানী ঢাকায় বিদেশি অস্ত্রসহ ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। আটক ব্যক্তির নাম মো. হেজবুল আলম রাজু (৩০)—যিনি মোহাম্মদপুর থানার ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

র‍্যাব জানায়, আদাবর থানার নবোদয় হাউজিং সোসাইটি এলাকা থেকে তাকে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

এর আগে একইদিন সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি এলাকায় বিশেষ অভিযানে ৬টি পেট্রোল বোমাসহ মো. ফেরদৌস ওরফে বারেক নামের আরও একজনকে আটক করে র‍্যাব-২ এর সিপিএসসি দল।


ঢাকায় সর্বোচ্চ সতর্কতা: সর্বত্র চেকপোস্ট, টহলে পুলিশ–বিজিবি

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিএমপি ফার্মগেট, বাংলামোটর, গুলিস্তান, যাত্রাবাড়ীসহ গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়েছে।
সন্দেহভাজন ব্যক্তিদের থামিয়ে তল্লাশি করা হচ্ছে—মোটরসাইকেল, প্রাইভেটকার, রিকশা—কিছুই বাদ যাচ্ছে না।

এছাড়া ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে।


আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রায়কে ঘিরে চরম সতর্কতা

সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায়
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে।
বাংলাদেশ টেলিভিশন রায়টি সরাসরি সম্প্রচার করবে।

এই রায়কে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা বাহিনী রাজধানী ও আশপাশের জেলাগুলোতে উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: