odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
বাংলাদেশ বিশ্বাস করে সৌদি আরবের ভ্রাতৃপ্রতীম জনগণ ও সরকারের যেকোন নিরাপত্তা হুমকি প্রতিহত করার অধিকার রয়েছে।

সৌদি আরবে সম্প্রতি হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ঢাকার উদ্বেগ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ March ২০১৮ ১৯:০২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ March ২০১৮ ১৯:০২

সৌদি আরবে সম্প্রতি হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ঢাকার উদ্বেগ

 সৌদি আরবের রিয়াদ এবং দেশটির পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী নগরীগুলো লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের মাল্টিপল ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশ আজ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশ হুতি বিদ্রোহীদের এ ধরনের উস্কানিমূলক একতরফা হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং বাংলাদেশ মনে করে এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর বিরূপ প্রভাব ফেলবে।’ এতে বলা হয়, এ ধরনের হামলা দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে সৌদি আরবের ভ্রাতৃপ্রতীম জনগণ ও সরকারের যেকোন নিরাপত্তা হুমকি প্রতিহত করার অধিকার রয়েছে।
বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করে এ ধরনের যেকোন আগ্রাসী কার্যক্রম মোকাবেলায় পাল্টা পদক্ষেপ গ্রহণে আমরা সৌদি সরকার ও জনগণের পাশে থাকবো।



আপনার মূল্যবান মতামত দিন: