অধিকার পত্র ডটকম ্
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এই রায় শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী প্রতিধ্বনিত হচ্ছে। তিনি বলেন, “যত ক্ষমতাবানই হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়।”
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ ও তাদের পরিবারদের জন্য এই রায় সীমিত হলেও ন্যায়বিচার নিশ্চিত করেছে। তিনি বলেন, “যেসব অপরাধের বিচার হয়েছে—নিরস্ত্র তরুণ ও শিশুদের বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগের আদেশ—এগুলো আমাদের মৌলিক আইন ও সরকার–নাগরিক সম্পর্কের ভিত্তিকে লঙ্ঘন করেছে।”
অধ্যাপক ইউনূস আরও বলেন, “প্রায় ১,৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন। তারা শুধু সংখ্যা নন; তারা আমাদের ছাত্রছাত্রী, অভিভাবক ও অধিকারসম্পন্ন নাগরিক ছিলেন। রায় তাদের ভোগান্তিকে স্বীকৃতি দেয় এবং বিচারব্যবস্থায় অপরাধীদের জবাবদিহির নিশ্চয়তা পুনর্ব্যক্ত করে।”
তিনি উল্লেখ করেন, “বাংলাদেশ এখন বৈশ্বিক জবাবদিহির ধারায় পুনরায় যুক্ত হচ্ছে। শিক্ষার্থী ও নাগরিকেরা পরিবর্তনের পক্ষে দাঁড়িয়ে জীবন দিয়ে যে উৎসর্গ করেছেন, সেই ভবিষ্যতের জন্য আমাদের দৃষ্টান্ত।”
প্রধান উপদেষ্টা যোগ করেন, “সামনের পথে শুধু আইনি জবাবদিহি নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নাগরিকদের আস্থা পুনর্গঠনও জরুরি। আজকের রায় সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ। বাংলাদেশ আইনের শাসন, মানবাধিকার এবং ন্যায়বিচারের মাধ্যমে সুদৃঢ় ভবিষ্যতের দিকে এগোবে।”

আপনার মূল্যবান মতামত দিন: