অধিকার পত্র ডটকম, আন্তর্জাতিক ডেস্ক,
১৮ নভেম্বর ২০২৫, সোমবার—সৌদি আরবের মক্কা থেকে মদিনাগামী রুটে ওমরাহযাত্রীবাহী একটি বাস এবং তেলবাহী ট্রেইলারের মধ্যে ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪২ জন যাত্রীর। সংঘর্ষের পরপরই পুরো বাস আগুনে পুড়ে যায়, মুহূর্তেই ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক ও করুণ আর্তনাদ। ঘটনাটি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্র এবং ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
কীভাবে ঘটলো দুর্ঘটনা?
সোমবার স্থানীয় সময় বিকেলে মক্কা–মদিনা হাইওয়ের একটি বাঁকে বাসটি একটি তেলবাহী ট্রেইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে।
সংঘর্ষের মুহূর্তেই তেলের ট্যাংকার ফেটে গিয়ে আগুন ধরে যায় এবং পুরো বাসটি মাত্র কিছু মিনিটেই আগুনে পুড়ে যায়।
সৌদি সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের দল ঘটনাস্থলে পৌঁছায় দ্রুত, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অধিকাংশ যাত্রী বের হওয়ার সুযোগ পাননি।
নিহতরা কারা?
- মোট মৃত্যু: ৪২ জন ওমরাহযাত্রী
- পরিচয় শনাক্তের কাজ চলছে
- অনেকের মরদেহ এতটাই দগ্ধ যে ডিএনএ পরীক্ষা ছাড়া শনাক্ত করা সম্ভব নয়
তদন্ত ও উদ্ধারকাজ
সৌদি কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে।
যানবাহনের ব্রেক সিস্টেম, চালকের ক্লান্তি, হাইওয়ের ঝুঁকিপূর্ণ অংশ—সবকিছুই তদন্তের আওতায় আনা হয়েছে।
শোক ও দোয়া
ঘটনায় পৃথিবীর কোটি কোটি মুসলমান গভীর শোক প্রকাশ করেছেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় দোয়া করেছেন—
“হে আল্লাহ, তাদের জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য দান করুন। আমিন।”

আপনার মূল্যবান মতামত দিন: