odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রতিবাদ সভায় কঠোর বক্তব্য—‘দেশবিরোধী বন্দর চুক্তি বাতিল করতেই হবে’

বন্দর চুক্তি বাতিলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম: ‘যমুনা ঘেরাও’ কর্মসূচির হুঁশিয়ারি মোমিন মেহেদীর

odhikarpatra | প্রকাশিত: ১৯ November ২০২৫ ২২:২৭

odhikarpatra
প্রকাশিত: ১৯ November ২০২৫ ২২:২৭

প্রেসরিলিজ , অধিকার পত্র ডটকম

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী দেশবিরোধী হিসেবে দাবি করা বন্দর চুক্তি বাতিলের জন্য সরকারের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। তিনি জানিয়েছেন—এই সময়ের মধ্যে চুক্তি বাতিল না হলে “যমুনা ঘেরাও” কর্মসূচি ঘোষণা করা হবে।


‘যাদের হৃদয়ে বাংলাদেশ, তারা বিদেশি বেনিয়াদের কাছে সম্পদ তুলে দেওয়ার পক্ষে নয়’—মোমিন মেহেদী

১৯ নভেম্বর তোপখানা রোডের বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত
‘অবৈধ বন্দর চুক্তির হাত থেকে বাঁচাতে হবে বাংলাদেশ’ শীর্ষক প্রতিবাদ সভায় তিনি বলেন—

“দক্ষ জনবল তৈরি না করে অদক্ষতার অজুহাতে দেশের সম্পদ বিদেশি বেনিয়াদের হাতে তুলে দেওয়ার পক্ষে কেউ থাকতে পারে না। যারা ক্ষমতার লোভে ছাত্র সংগঠন বা স্বাধীনতা–বিরোধী শক্তির সঙ্গে মিলে কাজ করছে, তারা জনগণকে ভয় দেখাতে পারবে না।”

তিনি বিশ্বাস প্রকাশ করেন—
“ক্ষমতালিপ্সু ছাত্রদল বা স্বাধীনতা–বিরোধী দল অংশ না নিলেও সাধারণ মানুষ যমুনা ঘেরাও কর্মসূচিতে অংশ নেবে।”


ড. ইউনূসকে ঘিরে কঠোর মন্তব্য

বক্তব্যে তিনি আরও বলেন—

“নির্মম হলেও সত্য—মানুষ যখন ড. ইউনূসের হাত ধরে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখছিল, তখন দেশের ঋণ বেড়ে হয়েছে ২১ ট্রিলিয়ন ডলার। দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি—সবই তার আশপাশের মানুষদের পৃষ্ঠপোষকতায় রেকর্ড ভেঙেছে। তাই বন্দর চুক্তি বাতিল করে জাতির কাছে ক্ষমা চাইতেই হবে।”


সভায় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন—

  • বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, প্রেসিডিয়াম মেম্বার
  • শান্তা ফারজানা, সিনিয়র ভাইস চেয়ারম্যান
  • ডা. নূরজাহান নীরা, ভাইস চেয়ারম্যান
  • মনির জামান, যুগ্ম মহাসচিব
  • ওয়াজেদ রানা, নেতা, এনডিবি

সভাটি পরিচালনায় ছিলেন—
হালিমা খাতুন
সদস্য, মিডিয়া সেল, নতুনধারা বাংলাদেশ এনডিবি


 

#বন্দরচুক্তি #NDB #মোমিনমেহেদী #যমুনাঘেরাও #বাংলাদেশরাজনীতি #OdhikarPatra




আপনার মূল্যবান মতামত দিন: