আবির মাহমুদ, স্পোর্টস রিপোর্টার**
লাইপজিগ, ১৮ নভেম্বর ২০২৫**
অঘাতের মধ্য দিয়ে বিশ্বকাপের মূল পর্বে ওঠা জার্মান ফুটবল দল এখন অপেক্ষায় ৫ ডিসেম্বরের গ্রুপ-স্টেজ ড্রয়ের। সোমবার স্লোভাকিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইউরোপীয় জায়ান্টরা। অথচ কোয়ালিফায়ারের শুরুর ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে ঐতিহাসিক পরাজয় জার্মানিকে নিক্ষেপ করেছিল ছোটখাটো সংকটে—সমালোচনা, আত্মবিশ্বাসহীনতা এবং সরাসরি যোগ্যতা অর্জন নিয়ে অনিশ্চয়তায়।
কঠিন সূচনার পর দুর্দান্ত ঘুরে দাঁড়ানো
প্রথম ম্যাচে পরাজয়ের পর পাঁচ ম্যাচেই জয় তুলে নেয় জার্মানি, তবে মাঠের খেলায় তারা খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি—সোমবারের ম্যাচ পর্যন্ত।
“আজ ছেলেরা অসাধারণ খেলেছে। কিছু নিয়ে অভিযোগ নেই,” ম্যাচ শেষে জার্মান কোচ জুলিয়ান নাগেলসমান বলেন। “শুরুটা কঠিন ছিল, চাপ ছিল প্রচুর। কিন্তু সবাই দুর্দান্ত লড়াই করেছে।”
পট–ওয়ানে ওঠার আশা
২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ-পর্ব থেকে বিদায় নেওয়ার পর এই বিশ্বকাপে না যাওয়া জার্মান ফুটবলের জন্য বড় ধাক্কা হতো।
জার্মান অধিনায়ক জোশুয়া কিমিখ বলেন, “বিশ্বকাপ খেলতে পারা একজন খেলোয়াড়ের ক্যারিয়ারের সবচেয়ে বড় গর্ব। জার্মানিতে মানুষ কখনো ভাবতে পারেনি—বিশ্বকাপ খেলাটা অনিশ্চিত হতে পারে।”
জার্মানি বর্তমানে ফিফা র্যাংকিংয়ে ১০ম। ড্রয়ের পট–ওয়ানে থাকতে হলে শীর্ষ নয় দেশের মধ্যে থাকতে হবে। বুধবার প্রকাশিত র্যাংকিংই তা নির্ধারণ করবে।
বিশ্বকাপ স্কোয়াড এখনো চূড়ান্ত নয়
নাগেলসমান জানান, জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ, আন্তোনিও রুডিগার ও টের স্টেগেন দ্রুতই ফিরতে পারেন।
তবে তিনি সতর্ক করে বলেন, **ইনজুরিতে থাকা নিয়মিত তারকারাও বিশ্বকাপ স্কোয়াড নিশ্চিত নয়**।
“কাইয়ের হালকা সমস্যা আছে, কিন্তু সে ভালো হচ্ছে। জামালের বড় জটিলতা নেই। তবে সবাইকে ক্লাবে ফিরে প্রমাণ করতে হবে,” বলেন কোচ।
VfB স্টুটগার্টের অ্যাঞ্জেলো স্টিলারের নামও তিনি উল্লেখ করেন—“তার সম্ভাবনাও উন্মুক্ত রয়েছে।”
গোলরক্ষকের লড়াই—কে হবেন নাম্বার ওয়ান?
ম্যানুয়েল নয়্যার অবসরের পর টের স্টেগেন ছিলেন জার্মানির নতুন নাম্বার ওয়ান। কিন্তু চোটে পড়ে তিনি জাতীয় দলে খুব বেশি খেলতে পারেননি।
এই সুযোগে আলেকজান্ডার নুবেল ও অলিভার বাউমান নিজেদের অবস্থান জানান দিয়ে এগিয়ে আসেন—বাউমান এখন প্রথম একাদশে।
নাগেলসমান বলেন, “সে (বাউমান) এখন দুর্দান্ত কাজ করছে। আগামী বছরে কী হবে—দেখা যাবে।”
তিনি আরও জানান, জাতীয় দলে ফেরার আশা বাঁচাতে টের স্টেগেনকে বার্সায় অথবা অন্য কোনো ক্লাবে প্রধান গোলরক্ষকের জায়গা ফিরে পেতে হবে।
Germany World Cup 2026 squad Germany vs Slovakia 60 FIFA rankings Joshua Kimmich Julian Nagelsmann MarcAndr ter Stegen

আপনার মূল্যবান মতামত দিন: