odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

odhikarpatra | প্রকাশিত: ২৯ November ২০২৫ ১৮:৫৬

odhikarpatra
প্রকাশিত: ২৯ November ২০২৫ ১৮:৫৬

সংবাদ প্রতিবেদন

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ঢাকা, ২৯ নভেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা, আপত্তি বা বিধিনিষেধ নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাসে প্রেস সচিব লিখেন, তারেক রহমান সম্প্রতি এক বক্তব্যে ইঙ্গিত করেছেন যে তাঁর দেশে ফেরা ব্যক্তিগত সিদ্ধান্তের বাইরে অন্যান্য বিষয়েও নির্ভরশীল। এ প্রসঙ্গে সরকারের অবস্থান তুলে ধরে তিনি জানান—
“তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনে সরকারের কোনো আপত্তি নেই।”

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর প্রতি দোয়া চেয়ে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

সরকারের এই অবস্থান স্পষ্ট হওয়ায় তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নতুন আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে।


 



আপনার মূল্যবান মতামত দিন: