odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
যুদ্ধবিরতি চলাকালেই দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় দুই শিশু নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ।

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলা, নিহত দুই শিশু

odhikarpatra | প্রকাশিত: ২৯ November ২০২৫ ২২:২৭

odhikarpatra
প্রকাশিত: ২৯ November ২০২৫ ২২:২৭

গাজা উপত্যকা | ২৯ নভেম্বর ২০২৫

যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি সত্ত্বেও দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত দুই শিশু নিহত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আবাসিক এলাকায় চালানো এই হামলায় আরও কয়েকজন আহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই হামলাটি চালানো হয়, যা যুদ্ধবিরতির শর্তের সুস্পষ্ট লঙ্ঘন অভিযোগকে আরও জোরালো করেছে।

 কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য:

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত শিশুদের মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে। তারা এই হামলার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিষয়ে বিস্তারিত জানায়নি, তবে আত্মরক্ষার দাবি পুনর্ব্যক্ত করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম Al Jazeera জানিয়েছে, যুদ্ধবিরতি থাকা অবস্থায় এ ধরনের হামলা পরিস্থিতিকে আরও ভঙ্গুর করে তুলছে।



আপনার মূল্যবান মতামত দিন: