odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

“বন্যা–ভূমিধসের তাণ্ডব: শ্রীলংকায় জরুরি অবস্থা, মৃত ১৩২ – নিখোঁজ অন্তত ১৭৬”

odhikarpatra | প্রকাশিত: ২৯ November ২০২৫ ২২:৩৩

odhikarpatra
প্রকাশিত: ২৯ November ২০২৫ ২২:৩৩

শ্রীলংকা, ২৯ নভেম্বর ২০২৫

ঘূর্ণিঝড় Cyclone Ditwah–এর কারণে ভারি বর্ষণ ও ভয়াবহ বন্যা-ভূমিধস হয়েছে। ফলে দেশজুড়ে পরিস্থিতি এতটাই জটিল, যে Anura Kumara Dissanayake প্রেসিডেন্ট জরুরি অবস্থা জারি করেন।  

এই প্রাকৃতিক বিপর্যয় থেকেঃ মৃতের সংখ্যা কমপক্ষে ১৩২, আর নিখোঁজ রয়েছেন অন্তত ১৭৬ জন।  

বিপর্যয় গুরুতর: ১৫ হাজারেরও বেশি বাড়িঘর বিধ্বস্ত, এবং প্রায় ৭৮,০০০ মানুষকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে, দেশের প্রায় এক-তৃতীয়াংশ এলাকাতে বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ।  

বিপর্যস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কাজ চলছে: সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী যৌথভাবে চালাচ্ছে উদ্ধার অভিযান; কিছু জায়গায় হেলিকপ্টার ও নৌকা ব্যবহার করা হয়েছে।  

সরকার আন্তর্জাতিক সহায়তার জন্য অনুরোধ জানানো হয়েছে।  

সরকারি তথ্য অনুযায়ী, জরুরি অবস্থা ঘোষণার উদ্দেশ্য — “জননিরাপত্তা রক্ষা ও দেশজুড়ে দুর্যোগ মোকাবিলা দ্রুততর করা।” 

 

 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন: