odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
খুলনায় আদালত চত্বরে দিনের আলোয় গুলি–কুপিয়ে দুইজনকে হত্যা

খুলনা চিফ জুডিশিয়াল আদালতের সামনে অস্ত্র মামলার দুই আসামিকে প্রকাশ্যে হত্যা, এলাকায় চরম আতঙ্ক

odhikarpatra | প্রকাশিত: ৩০ November ২০২৫ ২৩:৫৬

odhikarpatra
প্রকাশিত: ৩০ November ২০২৫ ২৩:৫৬

ক্রাইম প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
৩০ নভেম্বর ২০২৫

খুলনায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে দিনের আলোয় গুলি ও কুপিয়ে দুইজনকে হত্যার ঘটনা আতঙ্ক সৃষ্টি করেছে পুরো এলাকায়। রবিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের মূল প্রবেশদ্বারের সামনে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন রূপসা উপজেলার বাগমারা এলাকার হাসিব হাওলাদার ও রাজন—যারা একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। আহত অবস্থায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হঠাৎ এমন প্রকাশ্য হত্যাকাণ্ডে আদালতপাড়ায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনজীবীরা বলেন, আদালত এলাকায় এই ধরনের নৃশংস ঘটনা বিচারপ্রার্থীদের মনে ভয় সৃষ্টি করবে। ঘটনার পরপরই পুলিশ, সিআইডি, পিবিআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 



আপনার মূল্যবান মতামত দিন: