odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
যুদ্ধবিরতি কি কেবল 'বিরতি'? গাজা চুক্তির ভবিষ্যৎ নিয়ে কাতার-মিশরের উদ্বেগ, দ্রুত আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের দাবি

গাজার যুদ্ধবিরতি ‘সংকটপূর্ণ মুহূর্তে’, পূর্ণাঙ্গ শান্তি চুক্তি না হলে চুক্তি ভেঙে যাওয়ার ঝুঁকি: দোহা ফোরামে কাতার ও মিশর

odhikarpatra | প্রকাশিত: ৬ December ২০২৫ ২৩:৩৯

odhikarpatra
প্রকাশিত: ৬ December ২০২৫ ২৩:৩৯

দোহা, ০৬ ডিসেম্বর (অধিকারপত্র আন্তর্জাতিক ডেস্ক): গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি বর্তমানে এক "সংকটপূর্ণ মুহূর্তে" রয়েছে এবং দ্রুত স্থায়ী শান্তির দিকে অগ্রসর না হলে এটি ভেঙে যেতে পারে। আজ কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত দোহা ফোরামে এই সতর্কবার্তা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানি।

​যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে যা বিদ্যমান রয়েছে তা ‘শত্রুতার কেবল একটি বিরতি’ মাত্র, কোনো প্রকৃত যুদ্ধবিরতি নয়। তাঁর মতে, একটি সত্যিকারের যুদ্ধবিরতি তখনই সম্পন্ন হতে পারে যখন ইসরায়েলি বাহিনী ‘সম্পূর্ণ প্রত্যাহার’ করবে এবং ফিলিস্তিনিদের জন্য স্থিতিশীলতা ও চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার হবে। কিন্তু এর কোনোটাই বাস্তবে ঘটেনি।

স্থায়িত্বের জন্য জরুরি পদক্ষেপ

​দোহা ফোরামের ফাঁকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেলআতি আলোচনা করেন। মিশরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই নেতা গাজা শান্তি চুক্তি বাস্তবায়নে প্রচেষ্টা অব্যাহত রাখার এবং চুক্তি লঙ্ঘনকে প্রতিরোধ করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

​তাঁরা গাজায় শান্তি ফেরাতে দ্রুত একটি 'গাজা স্থিতিশীলতা বাহিনী' (Gaza stabilisation force) গঠন ও মোতায়েন করারও আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের প্রয়োজনীয়তা

​ফোরামে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কাতারের প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে বলেন, যদি যুক্তরাষ্ট্র সময়মতো হস্তক্ষেপ না করে, তবে শান্তি প্রক্রিয়া সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

​এদিকে, ইসরায়েলের চুক্তি লঙ্ঘনের কারণে গাজায় ৭ জন ফিলিস্তিনি নিহত হওয়ায় মধ্যস্থতাকারী দেশগুলোর এই উদ্বেগ আরও জোরদার হয়েছে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: