odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
গাজা ভূখ-ে ইসরাইলি ও ফিলিস্তিনীদের মধ্যে আবারো সংঘাত-সংঘর্ষ বেড়ে যাওয়ায় শুক্রবার নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

গাজা সহিংসতায় শান্তি প্রচেষ্টা পুনরুজ্জীবিত করার জন্য জাতিসংঘ ‘প্রস্তুত’ বলেও জানিয়েছেন।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩১ March ২০১৮ ১৭:৫২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩১ March ২০১৮ ১৭:৫২

 গাজা ভূখ-ে ইসরাইলি ও ফিলিস্তিনীদের মধ্যে আবারো সংঘাত-সংঘর্ষ বেড়ে যাওয়ায় শুক্রবার নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
এক মুখপাত্র বলেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস একটি ‘নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের’ আহ্বান জানিয়েছেন। তিনি শান্তি প্রচেষ্টা পুনরুজ্জীবিত করার জন্য জাতিসংঘ ‘প্রস্তুত’ বলেও জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গাজা পরিস্থিতির একটি শান্তিপূর্ণ সমাধানের উপায় বের করতে কুয়েতের অনুরোধে জরুরি বৈঠকটি ডাকা হয়।
ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হয়, ইসরাইলী সৈন্যদের গুলিতে ১৬ ফিলিস্তিনী নিহত হয়েছে।
২০১৪ সালে গাজা সংঘর্ষের পর একদিনে এই প্রথম সবচেয়ে বেশি লোক নিহত হল।
সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব টায়ে ব্রুক জেরিহুন বলেন, ‘আগামী দিনগুলোতে গাজা পরিস্থিতির আরো অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।’
ভোররাতে জরুরি বৈঠক ডাকায় ইসরাইলি কর্মকর্তারা উপস্থিত হতে না পারায় ব্রিটেন ও যুক্তরাষ্ট্র হতাশা ব্যক্ত করেছে। শীর্ষ কূটনীতিকরা তাদের স্থলে ডেপুটিদের পাঠিয়েছেন।
মার্কিন কূটনীতিক বলেন, ‘সব পক্ষের জন্য নিরপেক্ষ হওয়া নিরাপত্তা পরিষদের জন্য জরুরি।’
তিনি আরো বলেন, ‘আজকের প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।’
ফরাসী প্রতিনিধি বলেন, ‘গাজায় সংঘর্ষ বেড়ে যাওয়ার ব্যাপক আশঙ্কা রয়েছে।’
তিনি আরো বলেন, ‘গাজা ভূখ-ে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে।’
জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বৈঠকের আগে এক লিখিত বিবৃতিতে এই সহিংসতার জন্য হামাসকে দায়ী করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: