বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলনে অবদান অসাধারণ। তিনি বহু নির্যাতন ও কষ্ট সহ্য করেছেন। তাই সবাই চান তিনি আসন্ন নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিন।
মান্না বলেন,
“তার স্বাস্থ্য নিয়ে মানুষের মনে শঙ্কা আছে। নির্বাচনের অবস্থা পরিবর্তন হয় কি না, সেটা আমরা ভাবছি। তবে আমরা চাই তিনি সুস্থ হয়ে উঠুন এবং নির্বাচন নির্ধারিত সময়েই হোক।”
সমঝোতা এখনও হয়নি, তবে যোগাযোগ চলছে
রাজনীতিকদের সঙ্গে আলোচনার প্রসঙ্গে মান্না বলেন,
“১৫ বছরের লড়াইয়ে বিএনপিসহ অনেক দল আমাদের সঙ্গে ছিল। তাদের সঙ্গে আলাপ–আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কারও সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়নি। আমরা এককভাবে কিছু করতে চাই না।”
অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক শহিদুল্যা কায়সার, সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আব্দুস সালাম, সদস্য সচিব জোহবাদুল ইসলাম বাবলুসহ নেতারা উপস্থিত ছিলেন। পরে শহরের কলেজ মোড়ে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য দেন মান্না।
তপশিল ঘোষণা নিয়ে অস্পষ্টতা শঙ্কা বাড়াচ্ছে
মান্না জানান, নির্বাচন কমিশন আগে বলেছিল ৭–৮ ডিসেম্বরের দিকে তপশিল ঘোষণা হবে। পরে শোনা যায় ১১ ডিসেম্বর। কিন্তু এখন সংবাদমাধ্যমে দেখা যাচ্ছে—ইসি তারিখ নিয়ে ‘কিছু বলবে না।’
তিনি বলেন,
“আমরা বলেছি, রোজার আগে নির্বাচন হতে হবে। যত বিলম্ব হবে, ততই শঙ্কা বাড়বে।”

আপনার মূল্যবান মতামত দিন: