odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫
উৎসমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

উৎসমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

odhikarpatra | প্রকাশিত: ৮ December ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ৮ December ২০২৫ ২৩:৫৯

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫ (ব: , সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসমুখর একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে একটি উৎসবমুখর নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর সরকার।


উপদেষ্টা আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৭তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান।


নির্বাচনী ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন ও প্রস্তুতি
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য প্রশিক্ষণ চলমান রাখা হয়েছে, যা আগামী জানুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ শেষ হবে।
তিনি নির্বাচনী প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, এ নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।


তিনি বলেন, "এবার সূর্যের আলো চলে গেলেও ভোট গণনা করতে হবে। সেজন্য সকল ভোটকেন্দ্রে যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে সে ব্যবস্থা করা হচ্ছে।"
তিনি আরও নিশ্চিত করেন, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বডি ওর্ণ ক্যামেরা ব্যবহার করবেন।


অন্যান্য নিরাপত্তা ও আইনশৃঙ্খলার বিষয়
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই জাদুঘর জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার আগে এর নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে, যাতে দর্শনার্থীরা নিরাপদে জাদুঘরে আসা-যাওয়া করতে পারে।
রংপুরে এক পুলিশ সদস্যের বাবা-মাকে হত্যার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়ার কথা জানান।


লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।
জাতীয় পার্টির অভিযোগ প্রসঙ্গে
জাতীয় পার্টির অভিযোগ প্রসঙ্গে, যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের মাঠে নামতে দিচ্ছে না—উপদেষ্টা বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী কাকে মাঠে নামতে দিচ্ছে না? সবাই তো মাঠেই আছে। এখন কে কি বলে এটা বিষয় নয়। অনেকে নিজেই ঘর থেকে বের হয় না। জাতীয় পার্টির কার্যালয় নিয়ে তাদের নিজেদের মধ্যেই ঝামেলা রয়েছে।”
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম, বিজিবি'র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রমুখ 



আপনার মূল্যবান মতামত দিন: