অধিকারপত্র ডটকম
মুন্সীগঞ্জ | তারিখ:১৭ ডিসেম্বর ২০২৫
আজ মুন্সীগঞ্জ জেলার প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ লুতফর রহমান আজ ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে মুন্সীগঞ্জজুড়ে সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও তার ব্যক্তিগত গুণাবলি ও দেশের প্রতি অবদান সবাইকে একত্র করেছে।
সংশ্লিষ্টদের বক্তব্য: সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস আওরিন এক শোকবার্তায় বলেন, “দলীয় মতাদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু বাংলাদেশের আপামর জনগণের একাত্তরের চেতনায় দেশ স্বাধীন হয়েছে। আলহাজ লুতফর রহমান একজন ভালো মানুষ ছিলেন এবং দেশের জন্য তার অবদান ছিল উল্লেখযোগ্য।” তিনি আরও বলেন, “আমি জানতে পেরেছি তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন।
জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততার কারণে তাকে দেখতে যাওয়া সম্ভব হয়নি—এটি আমার জন্য দুঃখজনক।” তিনি উল্লেখ করেন, “বাংলাদেশ শুধু এককভাবে কোনো একটি দল স্বাধীন করেনি। আওয়ামী লীগ, বিএনপি এবং বামপন্থীসহ বিভিন্ন রাজনৈতিক শক্তির সম্মিলিত ত্যাগেই এদেশ স্বাধীন হয়েছে।”
রাজনীতি ছাড়িয়ে মানবিকতা—বীর মুক্তিযোদ্ধা আলহাজ লুতফর রহমানের মৃত্যুতে মুন্সীগঞ্জজুড়ে শোক
#মুন্সীগঞ্জসংবাদ, #আলহাজলুতফররহমান, #বীরমুক্তিযোদ্ধামৃত্যু #শোকবার্তা

আপনার মূল্যবান মতামত দিন: