প্রতিবেদন: বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বর্তমানে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
আজ বুধবার (প্রেস উইংয়ের বার্তায়) জানানো হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা শরিফ ওসমান হাদিকে দেখতে যান। পরে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
ফোনালাপে ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টাকে জানান,
“হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।”
প্রেস উইং আরও জানায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শরিফ ওসমান হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে তিনি মাথায় গুরুতর আহত হন। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে তাঁর ভাই ছাড়াও বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা রয়েছেন।
🔴 গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন
#শরিফওসমানহাদি #গুলিবিদ্ধহাদি #সিঙ্গাপুরে_চিকিৎসা #ইনকিলাবমঞ্চ #ঢাকা৮ #বাংলাদেশরাজনীতি #BreakingNews
শরিফ ওসমান হাদি গুলি বিদ্ধ হাদি সিঙ্গাপুরে চিকিৎসা ইনকিলাব মঞ্চ ঢাকা ৮ বাংলাদেশ রাজনীতি Breaking News

আপনার মূল্যবান মতামত দিন: