মূল সংবাদ (অধিকারপত্র ডটকম
আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি ইজরায়েলি বাহিনীর ক্রমাগত লঙ্ঘনের ফলে পুরো শান্তি প্রক্রিয়া এখন হুমকির মুখে। আজ বৃহস্পতিবার (১৮) ডিসেম্বর) কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি এক কড়া হুঁশিয়ারিতে জানিয়েছেন, ইজরায়েলের এই জঘন্য কর্মকাণ্ড মধ্যস্থতাকারীদের এক কঠিন পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে।
ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে স্ট্র্যাটেজিক ডায়ালগে অংশ নিয়ে কাতারি প্রধানমন্ত্রী বলেন, "গাজায় শর্তহীনভাবে মানবিক সাহায্য পৌঁছাতে হবে এবং অবিলম্বে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু করতে হবে।" আল জাজিরার তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইজরায়েল অন্তত ৭৩৮ বার এটি লঙ্ঘন করেছে। এসব হামলায় এখন পর্যন্ত ৩৯৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন সহস্রাধিক মানুষ।
বিশেষত গত সপ্তাহে গাজা সিটিতে হামাসের সিনিয়র কমান্ডার রায়েদ সাদকে হত্যার পর উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এদিকে গাজায় শীতকালীন ঝড় ও বৃষ্টির ফলে মানবিক সংকট আরও তীব্র হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ইজরায়েলি অবরোধের কারণে পর্যাপ্ত ত্রাণ গাজায় প্রবেশ করতে পারছে না।
বর্তমানে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (ISF) মোতায়েনের বিষয়ে আলোচনা চলছে, যেখানে ইন্দোনেশিয়া ও তুরস্কের নাম প্রস্তাব করা হয়েছে। তবে তুরস্কের উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়েছে ইজরায়েল। শান্তি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ এবং ইজরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের কথা থাকলেও তেল আবিবের অসহযোগিতার কারণে তা অনিশ্চয়তার মুখে পড়েছে।
গাজা মানবিক সংকট ২০২৫ আল জাজিরা আপডেট ইজরায়েলি আগ্রাসন মার্কো রুবিও কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ গাজা যুদ্ধবিরতি লঙ্ঘন

আপনার মূল্যবান মতামত দিন: