odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

খুলনায় এনসিপি বিভাগীয় প্রধান মোতালেব শিকদার গুলিবিদ্ধ: ওসমান হাদি হত্যাকাণ্ডের মতোই ‘হেডশট’ আতঙ্ক

odhikarpatra | প্রকাশিত: ২২ December ২০২৫ ১৭:৪৮

odhikarpatra
প্রকাশিত: ২২ December ২০২৫ ১৭:৪৮

 

খুলনায় এনসিপি বিভাগীয় প্রধান মোতালেব শিকদার গুলিবিদ্ধ: ওসমান হাদি হত্যাকাণ্ডের মতোই ‘হেডশট’ আতঙ্ক

খুলনায় প্রকাশ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক শীর্ষ নেতাকে মাথায় গুলি করার ঘটনায় দেশজুড়ে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলি করে গুরুতর আহত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে খুলনার সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এই গুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুর্বৃত্তদের গুলিতে মাথায় আঘাত পান মোতালেব শিকদার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত মোতালেব শিকদার খুলনার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার বাসিন্দা এবং মৃত মোসলেম শিকদারের ছেলে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু জানান, মোতালেব শিকদারকে গুলি করে গুরুতর আহত করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।

এনসিপির খুলনা জেলা ও মহানগরের সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, “সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা এখনো গুরুতর।”

ঘটনার বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অনিমেষ মণ্ডল জানান, “মোতালেব নামে এক ব্যক্তিকে গুলি করার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে তার মাথার সিটি স্ক্যান করানো হচ্ছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।”

উল্লেখ্য, এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে হত্যা করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘ চিকিৎসা শেষে সিঙ্গাপুরে তিনি মৃত্যুবরণ করেন। সেই ঘটনার সঙ্গে মোতালেব শিকদারকে গুলির ঘটনার মিল থাকায় নতুন করে রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ বাড়ছে।



আপনার মূল্যবান মতামত দিন: