odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

হামলার রাতে প্রতিরোধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ, সংবাদমাধ্যমের পাশে থাকার বার্তা

odhikarpatra | প্রকাশিত: ২২ December ২০২৫ ২১:৫৬

odhikarpatra
প্রকাশিত: ২২ December ২০২৫ ২১:৫৬

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

ঢাকা | জাতীয় রাজনীতি

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীতে প্রতিরোধ না গড়ে ওঠাকে ‘আরও দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম। তিনি বলেন,
‘সেই রাতে এই ঘটনা ঘটার পরে আমাদের কাছে আরও মনে হয়েছে যে, ঢাকা শহরে ৫০০ মানুষ নাই যে, সেখানে ওই বিল্ডিং দুইটার সামনে গিয়ে ব্যারিকেড তৈরি করতে পারে—এটা আমাদের জন্য আরও দুর্ভাগ্যজনক।’

দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে নাহিদ ইসলামের এই বক্তব্য তুলে ধরা হয়।

 সংবাদমাধ্যমে হামলার প্রতিবাদ

নাহিদ ইসলাম বলেন, দেশের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য স্বাধীন সংবাদমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। প্রথম আলো ও ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠানে হামলা কেবল দুটি সংবাদমাধ্যমের ওপর নয়, পুরো গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাত

ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন

এনসিপি সূত্র জানায়, হামলার ঘটনার পর ১৯ ডিসেম্বর নাহিদ ইসলাম দলীয় নেতাদের সঙ্গে নিয়ে ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সাংবাদিক ও কর্মীদের সঙ্গে কথা বলেন এবং দলীয়ভাবে পাশে থাকার আশ্বাস দেন।

 সামাজিক দায়বদ্ধতার প্রশ্ন

নাহিদ ইসলামের মতে, এমন সংকটময় মুহূর্তে নাগরিক সমাজ, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি না থাকা সমাজের জন্য উদ্বেগজনক বার্তা বহন করে। তিনি বলেন, অন্যায় ও সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই গণতান্ত্রিক দায়িত্ব।



আপনার মূল্যবান মতামত দিন: