odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
৮৭ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়ে আলোচনায় চীনা শিল্পী ফ্যান জেং। সন্তানকে একমাত্র উত্তরাধিকারী ঘোষণা, আগের সন্তানদের সঙ্গে সম্পর্ক ছিন্ন এবং স্ত্রীর বিরুদ্ধে ২৪০০ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় চীনজুড়ে।

৮৭ বছর বয়সে সন্তানের জন্ম, ‘একমাত্র উত্তরাধিকারী’ ঘোষণা—৫০ বছরের ছোট স্ত্রীর বিরুদ্ধে ২৪০০ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগে তোলপাড়

odhikarpatra | প্রকাশিত: ২৩ December ২০২৫ ০১:৪২

odhikarpatra
প্রকাশিত: ২৩ December ২০২৫ ০১:৪২

অধিকার পত্র ডটকম 

বেইজিং, চীন | ২২ ডিসেম্বর ২০২৫

৮৭ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন খ্যাতনামা চীনা চিত্রশিল্পী ফ্যান জেং। চলতি মাসের ১১ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, তাঁর বর্তমান স্ত্রী একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সেই সঙ্গে সদ্যোজাত এই শিশুকেই তিনি নিজের ‘একমাত্র সন্তান’ হিসেবে ঘোষণা করেন।

এই ঘোষণার পরপরই শিল্পী তাঁর আগের সন্তানদের সঙ্গে সব ধরনের পারিবারিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় ব্যাপক আলোচনা ও বিতর্ক।

এদিকে শিল্পীর ব্যক্তিগত জীবন ঘিরে আরও গুরুতর অভিযোগ সামনে এসেছে। তাঁর বর্তমান স্ত্রী—যাঁর বয়স শিল্পীর চেয়ে প্রায় ৫০ বছর কম—তার বিরুদ্ধে প্রায় ২৪০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। অভিযোগের সূত্র ধরে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র সমালোচনা ও জল্পনা।


চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফ্যান জেং নিজেই সামাজিক মাধ্যমে সন্তানের জন্মের খবর প্রকাশ করেন। তবে অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগ নিয়ে শিল্পী বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: