প্রতিবেদন: বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
দেশের আসন্ন নির্বাচন বানচাল করতেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ করেছেন তাঁর বড় ভাই শরিফ ওমর বিন হাদি। তিনি বলেন, ওসমান হাদি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে সক্রিয়ভাবে মাঠে নেমেছিলেন, আর সে কারণেই তাঁকে হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘শহীদি শপথ’ অনুষ্ঠানে এসব কথা বলেন শরিফ ওমর বিন হাদি।
ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও খুনি চক্রের গ্রেপ্তার দাবি করে তিনি বলেন,
“আজ শহীদ ওসমান হাদির ষষ্ঠ দিন, কিন্তু সরকার দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি। সরকারের কাছে একটাই দাবি—খুনি চক্রকে জাতির সামনে উপস্থাপন করুন।”
তিনি আরও বলেন,
“জুলাই বিপ্লবের আগে যারা ক্ষমতাধর ছিল, যারা রাষ্ট্রকে নিজেদের মনে করত, তারা কেউ আজ এই দেশে নেই। ওসমান হাদির বিচার না হলে, আপনারাও একদিন বাংলাদেশ ছাড়তে বাধ্য হবেন।”
ওমর বিন হাদি দাবি করেন, ওসমান হাদি কখনোই কোনো এজেন্সি বা বিদেশি শক্তির কাছে মাথা নত করেননি।
“যদি তিনি আপস করতেন, তাহলে বিক্রি হয়ে যাওয়া অন্য নেতাদের মতো সুখে জীবনযাপন করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি।”
তিনি বলেন, ওসমান হাদি বাংলাদেশের কোটি মানুষের সামনে দেখিয়ে গেছেন—কীভাবে রাজপথে আন্দোলন করতে হয়, কীভাবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হয়।
সরকারকে সরাসরি দায়ী করে তিনি বলেন,
“রাষ্ট্রক্ষমতায় থাকা অবস্থায় এই হত্যাকাণ্ড ঘটেছে। এই দায় সরকার এড়াতে পারবে না। আজ না হোক, ১০ বছর পর হলেও আপনাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে।”
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি আরও বলেন,
“খুনিদের বিচার না করে এই হত্যাকে ইস্যু বানিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। আমরা এটা হতে দেব না।”
অনুষ্ঠান শেষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন।
এতে রয়েছে—
- ২৪ ও ২৫ ডিসেম্বর: ওসমান হাদিকে নিয়ে দেয়াললিখন
- সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সংগ্রাম ও রাজনৈতিক অবস্থান দেশ-বিদেশে তুলে ধরা
- ২৬ ডিসেম্বরের কর্মসূচি পরে ঘোষণা করা হবে
ইনকিলাব মঞ্চ জানায়, খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না আন্দোলনকারীরা।
🔥 ওসমান হাদিকে হত্যা করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: ভাই শরিফ ওমর বিন হাদির অভিযোগ
ওসমান_হাদি #ইনকিলাব_মঞ্চ #নির্বাচন #রাজনীতি #শাহবাগ #হত্যা #বাংলাদেশ_সংবাদ

আপনার মূল্যবান মতামত দিন: