odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় আটক নারী নেত্রী তন্বীর পরিচয় মিলেছে। সোনাডাঙ্গার যে বাসায় গুলি চালানো হয়, সেখান থেকে মাদক ও রহস্যজনক আলামত উদ্ধার করেছে পুলিশ। পড়ুন বিস্তারিত।

খুলনায় এনসিপি নেতাকে গুলি: আটক সেই নারীর পরিচয় মিলেছে, নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য

odhikarpatra | প্রকাশিত: ২৩ December ২০২৫ ১৫:৪৭

odhikarpatra
প্রকাশিত: ২৩ December ২০২৫ ১৫:৪৭

নিজস্ব প্রতিবেদক, খুলনা | অধিকার পত্র ডটকম আপডেট: ২৩ ডিসেম্বর, ২০২৫


খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র কেন্দ্রীয় নেতা মো. মোতালেব শিকদারকে গুলির ঘটনায় আটক নারীর পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। আটক তনিমা ওরফে তন্বী জাতীয় যুবশক্তির খুলনা জেলা শাখার ১ নম্বর যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্বরত ছিলেন।


সোমবার (২২ ডিসেম্বর) রাতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নগরীর টুটপাড়া এলাকা থেকে তাকে আটক করে। এই ঘটনায় মোতালেব শিকদারের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।
যেভাবে মিলল তন্বীর পরিচয়


স্থানীয় সূত্র ও দলীয় নথিপত্র অনুযায়ী, গত ৪ অক্টোবর ঘোষিত জাতীয় যুবশক্তির খুলনা জেলা কমিটিতে তন্বী গুরুত্বপূর্ণ পদ পান। পুলিশি জিজ্ঞাসাবাদে তন্বী নিজেকে বিবাহিত এবং অন্তঃসত্ত্বা বলে দাবি করেছেন। তার দেওয়া তথ্যমতে, তার স্বামীর নাম তানভির শেখ। তবে ঘটনার সময় তিনি অন্য এক যুবকের সঙ্গে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।


বাসার ভেতর যা ঘটেছিল
গত সোমবার দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গার সবুজবাগ এলাকার একটি বাসায় মোতালেব শিকদারকে গুলি করে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, গত নভেম্বর মাসে তন্বী ও এক অজ্ঞাত যুবক স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন। সেখানে মোতালেব শিকদারের নিয়মিত যাতায়াত ছিল। ঘটনার সময় তন্বী ওই বাসায় অবস্থান করছিলেন। গুলির শব্দ শোনার পরপরই তন্বী ও তার কথিত স্বামী আত্মগোপনে চলে যান।


পুলিশি তদন্ত ও উদ্ধার হওয়া আলামত
খুলনা মহানগর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর হোসেন জানান, আটক তন্বীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য ও নারীর ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল জানিয়েছেন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


গুলিবিদ্ধ মোতালেব শিকদার বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

: #খুলনায়#  #এনসিপিনেতাকেগুলি  #তন্বীআটক, #খুলনাডিবিপুলিশ।






আপনার মূল্যবান মতামত দিন: