odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

উপদেষ্টা পরিষদে রদবদল ২০২৫: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাহাঙ্গীর আলমের বদলে ড. খলিলুর রহমান

odhikarpatra | প্রকাশিত: ২৩ December ২০২৫ ২০:৫৭

odhikarpatra
প্রকাশিত: ২৩ December ২০২৫ ২০:৫৭

:অধিকারপত্র ডটকম  ২৩ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, আজই গুরুত্বপূর্ণ কয়েকটি পদে পরিবর্তন আসতে পারে।

বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের উচ্চপদে এই রদবদল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

মন্ত্রণালয়ে নতুন সমীকরণ:
সূত্র অনুযায়ী, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে। জাহাঙ্গীর আলম চৌধুরী শুধুমাত্র কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে বহাল থাকবেন।

অব্যাহতি পাচ্ছেন বিশেষ সহকারী:
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর সংগঠনটির পক্ষ থেকে ওঠা জোরালো দাবির পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্র প্রশাসনে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেন।



আপনার মূল্যবান মতামত দিন: