odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬
জুলাই সনদ’কে জাতির গ্রহণ করা সংস্কার কাঠামো হিসেবে উল্লেখ বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। বিস্তারিত পড়ুন অধিকার পত্র ডটকম; লিংক কমেন্টে

বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান : গোলাম পরওয়ার |

odhikarpatra | প্রকাশিত: ২৩ December ২০২৫ ২১:২১

odhikarpatra
প্রকাশিত: ২৩ December ২০২৫ ২১:২১

খুলনায় প্রতিনিধি সভায় বক্তব্য দিচ্ছেন গোলাম পরওয়ার

  খুলনা, ২৩ ডিসেম্বর ২০২৫:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং জনগণের অধিকার সংরক্ষিত রাষ্ট্র গঠনের লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

তিনি বলেন, বিদ্যমান রাষ্ট্রব্যবস্থার সংস্কারের মাধ্যমে সুশাসন, ক্ষমতার ভারসাম্য এবং আইনের শাসন প্রতিষ্ঠার যে কাঠামো রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রস্তাবে গৃহীত হয়েছে, সেটিই ‘জুলাই সনদ’ নামে জাতির সামনে উপস্থাপিত হয়েছে। এই সনদ জনগণের মতামতের জন্য গণভোটে তোলা হচ্ছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ অডিটোরিয়ামে শাহপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের অর্থ হচ্ছে— দুর্নীতিকে না বলা, ফ্যাসিবাদকে না বলা, দলীয়করণ ও ভিন্নমতের দমনকে না বলা। একই সঙ্গে বিচার, ভোটাধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে অবস্থান নেওয়া। বৈষম্যহীন সমাজ গঠনের জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নায়েবে আমীর গাজী সাইফুল্লাহ এবং পরিচালনা করেন উপজেলা যুব সভাপতি বি এম আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও জেলা ছাত্র বিষয়ক সম্পাদক এডভোকেট আবু ইউসুফ মোল্লা।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে হবে। দেশে সহিংসতা, সন্ত্রাস ও গুলিবর্ষণের ঘটনায় জাতি উদ্বিগ্ন। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল মহলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

নির্বাচনি আচরণবিধি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল তফসিল ঘোষণার পর ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নামে অনুদান ও প্রতিশ্রুতি দিয়ে আচরণবিধি লঙ্ঘন করছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও-ভিডিও আকারে ছড়িয়ে পড়ছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন।

দিনভর ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন প্রতিনিধি সভা ও সহযোগী সদস্য বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোলাম পরওয়ার। এসব সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: