অধিকার পত্র ডটকম
আলেপ্পো, সিরিয়া | ২৩ ডিসেম্বর ২০২৫
সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে সিরীয় সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ দেশটির ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বছরের শেষ নাগাদ এসডিএফকে সিরীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তা ঘিরেই এই উত্তেজনা চরমে পৌঁছেছে।
সোমবার বিকেলে সংঘর্ষ শুরু হলেও রাতের মধ্যেই উভয় পক্ষ গুলি বন্ধে সম্মত হয়। বিশ্লেষকদের মতে, এসডিএফ চায় তাদের বিদ্যমান ইউনিট ও কমান্ড কাঠামো বজায় রেখে আংশিক স্বায়ত্তশাসনসহ সেনাবাহিনীতে যুক্ত হতে, অন্যদিকে দামেস্ক চায় ব্যক্তিগতভাবে যোদ্ধাদের একীভূত করতে। এই বিপরীত অবস্থানই সমাধানকে জটিল করে তুলেছে।
এসডিএফ মূলত ওয়াইপিজি (YPG) সদস্যদের নিয়ে গঠিত, যা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্ক পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য:
সিরীয় পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানী অভিযোগ করেন, এসডিএফ কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে একীভূত হতে আগ্রহ দেখাচ্ছে না। অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, আলোচনার মাধ্যমে সমাধানই তাদের লক্ষ্য, তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর ধৈর্য ফুরিয়ে আসছে।
বিশ্লেষক থমাস ম্যাকগি মনে করেন, কুর্দি স্বশাসনের ‘রেড লাইন’ এবং দামেস্ক-আঙ্কারার অবস্থানের মধ্যে মৌলিক অসামঞ্জস্য রয়েছে। আর কুর্দি বিশ্লেষকদের মতে, দীর্ঘ গৃহযুদ্ধের মধ্যে অর্জিত স্বায়ত্তশাসন হারাতে চায় না এসডিএফ।

আপনার মূল্যবান মতামত দিন: