odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে ব্যর্থতার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। আগারগাঁওয়ে নির্বাচন ব্যবস্থাপনা সভায় মাঠ প্রশাসনের উদ্দেশে দেন কঠোর নির্দেশনা।

নির্বাচনে ব্যর্থতার সুযোগ নেই, ইতিহাসের কঠিন দায়িত্বে নির্বাচন কমিশন: সিইসি নাসির উদ্দিন

odhikarpatra | প্রকাশিত: ২৩ December ২০২৫ ২৩:৪৫

odhikarpatra
প্রকাশিত: ২৩ December ২০২৫ ২৩:৪৫

অধিকারপত্র ডটকম 

ঢাকা | ২৩ ডিসেম্বর ২০২৫


দেশের যুগসন্ধিক্ষণে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে কোথাও কোনো ব্যর্থতার অবকাশ নেই—এমন কঠোর বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, দেশ এক সংকটকাল অতিক্রম করছে এবং এই সময় নির্বাচন ব্যবস্থাপনায় সামান্য ব্যর্থতাও ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহির প্রশ্ন তৈরি করবে। তাই আইন ও বিধিবিধান মেনে দায়িত্ব পালনে সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

 সংশ্লিষ্টদের বক্তব্য
প্রধান নির্বাচন কমিশনার বলেন,

“আমরা প্রমাণ করতে চাই—আইনের শাসনের মাধ্যমেই একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। আমাদের বিরুদ্ধে যে কোনো অপবাদ ঘোচাতে চাই।”

তিনি মাঠ প্রশাসনের উদ্দেশে বলেন, আইন সবার জন্য সমান এবং সাহসের সঙ্গে বিধিবিধান অনুযায়ী কাজ করলে নির্বাচন কমিশন তাদের পাশে থাকবে।
সভায় উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, একাধিক নির্বাচন কমিশনার, ইসি সচিব, ৬৪ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, ডিআইজি এবং আসন্ন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

 



আপনার মূল্যবান মতামত দিন: