odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

তারেক রহমানের দেশে ফেরা: বৃহস্পতিবার ঢাকার যে সব রাস্তা এড়িয়ে চলবেন (ডিএমপি নির্দেশনা)

odhikarpatra | প্রকাশিত: ২৪ December ২০২৫ ২১:৫৮

odhikarpatra
প্রকাশিত: ২৪ December ২০২৫ ২১:৫৮

অধিকারপত্র ডটকম 
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জননেতার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে ব্যাপক জনসমাগম ও যানজটের আশঙ্কায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানায়, আগামীকাল বেলা ১১টা ৫৫ মিনিটে তারেক রহমান বিমানবন্দর পৌঁছাবেন। সেখান থেকে তিনি পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) ও এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশানের বাসভবনে যাবেন।
বৃহস্পতিবার ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত যেসব রাস্তা এড়িয়ে চলতে হবে:
ডিএমপি’র নির্দেশনা অনুযায়ী, মহাখালী থেকে আব্দুল্লাহপুর এবং কুড়িল থেকে মস্তুল পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে পরিহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

যাত্রীসাধারণের জন্য নির্ধারিত বিকল্প পথসমূহ হলো:
* বিকল্প পথ ১: আব্দুল্লাহপুর-কামারপাড়া-ধউর ব্রিজ-পঞ্চবটি হয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে গাবতলী।
* বিকল্প পথ ২: উত্তরা ও মিরপুরবাসীদের জন্য হাউস বিল্ডিং-জমজম টাওয়ার-খালপাড়-মেট্রোরেল স্টেশন হয়ে মিরপুর ডিওএইচএস সড়ক।
* বিকল্প পথ ৩: গুলশান ও বাড্ডা এলাকার জন্য কাকলী বা কামাল আতাতুর্ক এভিনিউয়ের বদলে গুলশান-১/পুলিশ প্লাজা-আমতলী-মহাখালী সড়ক।
* বিকল্প পথ ৪: কাঞ্চন ব্রিজ থেকে আগতরা মস্তুল থেকে বামে মোড় নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ভেতর দিয়ে মাদানী এভিনিউ ব্যবহার করতে পারবেন।


বিশেষ নির্দেশনা:
১. বিদেশগামী যাত্রীদের সাথে অবশ্যই এয়ার টিকিট থাকতে হবে এবং পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হতে হবে। যাত্রীদের সাথে কোনো সহযোগী থাকা যাবে না।
২. মিরপুর ও উত্তরাবাসীকে যাতায়াতের জন্য ব্যক্তিগত গাড়ির বদলে মেট্রোরেল ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
৩. অভ্যর্থনাকারীরা কোনো ব্যাগ বা লাঠি বহন করতে পারবেন না এবং কোনো ব্যক্তিগত যানবাহন বা মোটরসাইকেল নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়িবহরে যুক্ত হওয়া যাবে না।
৪. নতুন বাজার থেকে গুলশান-২ এবং গুলশান-২ থেকে নতুন বাজারগামী রাস্তা সম্পূর্ণ পরিহার করার অনুরোধ জানানো হয়েছে।
তবে জরুরি পরিষেবায় ব্যবহৃত যানবাহন (অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস) এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। ডিএমপি কমিশনার সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা বজায় রাখতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: