odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
২০২৬ সেশনের জন্য ইসলামী ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব নির্বাচন, ঢাকায় ভোটে নির্বাচিত নূরুল ইসলাম ও সিবগাতুল্লাহ

ইসলামী ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা, সভাপতি নূরুল ইসলাম—সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

odhikarpatra | প্রকাশিত: ২৬ December ২০২৫ ২৩:২৭

odhikarpatra
প্রকাশিত: ২৬ December ২০২৫ ২৩:২৭

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৬ সেশনের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল হয়েছেন সিবগাতুল্লাহ

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মেলনে ভোটের মাধ্যমে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন করেন ছাত্রশিবিরের সদস্যরা। পরে বিকেলে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

ফেসবুক পোস্টে সংগঠনটি জানায়, ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে এবং নতুন নেতৃত্ব সংগঠনের দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নবনির্বাচিত সভাপতি নূরুল ইসলাম চলতি বছর (২০২৫) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানে উদ্যোক্তা অর্থনীতিতে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা করছেন। এর আগে তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং ২০১৪–১৫ শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।

অন্যদিকে, নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ চলতি বর্ষে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে স্নাতকোত্তর করছেন। এর আগে একই বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং ২০১৩–১৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী দীর্ঘ সময় পর ছাত্রশিবিরের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বে আসায় সংগঠনের ভেতরে বিষয়টি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এর আগে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সংগঠনের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ বিরতির পর আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব উঠে আসায় সংগঠনের ভেতরে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: